বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে প্লে অফের প্রথম ম্যাচে সুনীল ছেত্রীর বিতর্কিত গোলে হারতে হয়েছে কেরল ব্লাস্টার্সকে। প্রতিবাদে বাকি ম্যাচ না খেলেই দল তুলে নিয়েছে কেরল। সেই ম্যাচ আবারও আয়োজনের দাবি জানাল তারা। ভারতের ফুটবল ফেডারেশনকে চিঠিও দিয়েছে কেরলের দলটি। পুরো ম্যাচ না খেলার শাস্তি কী হতে পারে তা নিয়ে যখন কেরলের ফুটবল ফ্যানরা চিন্তিত, সেই সময়ই এআইএফএফ-এর কাছে আর্জি জানাল কেরল দল।
খেলার মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে গেল কেরল ব্লাস্টার্স। ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার ঘটল এমন ঘটনা। সুনীল ছেত্রীর গোল নিয়ে শুরু হয় এই বিতর্ক। গোলের পরই মাঠ ছেড়ে বেরিয়ে যায় কেরল। এর জেরে বড় শাস্তির মুখে পড়তে হবে তাদের। বড় অঙ্কের জরিমানা নাকি ব্যান হবে কেরলের দল? গোল হওয়ার পরে টেকনিক্যাল এরিয়ার বাইরে এসে মাঠের মধ্যে ঢুকে পড়েন ইভান ভুকোমানোভিচ। ফুটবলারদের মাঠ ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ মেনে আর ম্যাচ খেলেননি কেরল ফুটবলাররা। দল তুলে নেয় তারা। এর জেরে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে কেরল ব্লাস্টার্সকে। জরিমানা হতে পারে কেরলের। এফএসডিএল-এর নিয়ম অনুসারে, ম্যাচের মাঝে মাঠ ছাড়লে বড় অঙ্কের জরিমানা হয় দলের। ব্যানও করে দেওয়া হতে পারে সেই ক্লাবকে।
আরও পড়ুন: মোহনবাগান থেকে ATK কবে 'রিমুভ'? গোয়েঙ্কা ও দেবাশিস বললেন...
শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) প্রথম প্লে অফের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ও কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। সেই ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন বেঙ্গালুরু এফসি ক্যাপ্টেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সেই গোল নিয়েই শুরু হয় বিতর্ক। গোল হওয়ার পর প্রতিবাদ জানাতে থাকেন কেরল ফুটবলাররা। তাদের দাবি ছিল, রেফারি বাঁশি বাজানোর আগেই গোলে শট করে দিয়েছেন সুনীল।
আরও পড়ুন: স্টিফেন-ছাঁটাইয়ের সম্ভাবনা, সুপার কাপে ইস্টবেঙ্গল কোচ কে?
এর প্রতিবাদে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেরল। এই সিদ্ধান্তের জেরে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে কেরল ব্লাস্টার্সকে।কেরালা ব্লাস্টার্সের যুক্তি অনুযায়ী, কেরালার অধিনায়ক লুনাকে রেফারি ক্রিস্টাল জন বল থেকে সরে দাড়াতে বলেন যাতে প্রতিপক্ষ দ্রুত ফ্রিকিক না নিতে পারে। যখন রেফারি খেলোয়াড়কে সরে দাড়াতে বলেন, এর অর্থ হল তিনি দেওয়াল বানাতে চাইছেন। আর খেলোয়াড়দের সরে দাড়ানোর মানে হল রেফারি বাশি বাজালে তবেই ফ্রিকিক মারা যাবে। কিন্তু এই ম্যাচে রেফারি তা করেন নি। শুধু আবারও ম্যাচ খেলা নয়, রেফারি ক্রিস্টাল জনকেও বহিষ্কার করার আবেদন জানিয়েছে কেরল ব্লাস্টার্স।