Advertisement

Kieron Pollard ILT20: পোলার্ডের বিশাল ছক্কা, বল নিয়ে চম্পট দিলেন যুবক

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড (Kieron Pollard) আরও একবার তাঁর ভক্তদের চমকে দিলেন। সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) অনুষ্ঠিত ইন্টারন্যাশানাল লিগ টি২০ টুর্নামেন্টে ছক্কা মেরে বল মাঠের বাইরে রাস্তায় পাঠিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ (West Indies) তারকা। তাঁর দুটি ছক্কা মাঠের বাইরে চলে যায়। 

শারজাহ স্টেডিয়ামের বাইরে পড়েছিল কাইরন পোলার্ডের ছয়। (@ILT20)শারজাহ স্টেডিয়ামের বাইরে পড়েছিল কাইরন পোলার্ডের ছয়। (@ILT20)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2023,
  • अपडेटेड 12:52 PM IST
  • শারজাহতে বিশাল ছক্কা পোলার্ডের
  • ভাইরাল ভিডিও

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড (Kieron Pollard) আরও একবার তাঁর ভক্তদের চমকে দিলেন। সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) অনুষ্ঠিত ইন্টারন্যাশানাল লিগ টি২০ টুর্নামেন্টে ছক্কা মেরে বল মাঠের বাইরে রাস্তায় পাঠিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ (West Indies) তারকা। তাঁর দুটি ছক্কা মাঠের বাইরে চলে যায়। 

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এরও টুর্নামেন্টে একটি দল রয়েছে, যার নাম এমআই এমিরেটস (Mumbai Emirates), যার নেতৃত্বে পোলার্ড। রবিবার (২৯ জানুয়ারি) মুম্বই এমিরেটস দলের ম্যাচ ছিল ডেজার্ট ভাইপারদের সঙ্গে। এই ম্যাচে পোলার্ড ধুমধাম করে দলকে ১৫৭ রানে জেতান। 

দ্রুত হাফ সেঞ্চুরি করেন পোলার্ড 
শারজাহতে খেলা এই ম্যাচে পোলার্ড ১৯ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন। এ সময় পোলার্ড মারেন ৪টি ছক্কা ও ৪টি চার। তার স্ট্রাইক রেট ছিল ২৬৩.১৫। তার ইনিংস  চলাকালীন পোলার্ড এত লম্বা দুটি ছক্কা মারেন যে বল সরাসরি স্টেডিয়ামের বাইরের রাস্তায় পড়ে যায়। 

আরও পড়ুন

এ সময় এক ভক্ত বলটি তুলে নিয়ে যায়। সেই ভক্তও বল ফেরত দেননি। দ্বিতীয়বার যখন পোলার্ড স্টেডিয়ামের বাইরের রাস্তায় বল নিয়ে গেলেন, এবার ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। এবারও এক ভক্ত বল তুলে নিলেও সেই বলটি স্টেডিয়ামের ভেতরেই ছুড়ে দেন তিনি।

ম্যাচটি ১৫৭ রানে জিতেছে এমিরেটস দল

গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি প্রথম ইন্টারন্যাশনাল লিগ T20 (ILT20) তার টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। যা নিয়ে ব্যবহারকারীরাও বেশ উপভোগ করেছেন নানা মন্তব্য করতে গিয়ে। 

 ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এমিরেটস দল ৩ উইকেটে ২৪১ রান করে। এতে পোলার্ড ছাড়াও আন্দ্রে ফ্লেচার (৫০) ও মোহাম্মদ ওয়াসিম (৮৬) ফিফটি করেন। ২৪১ রান করে। এতে পোলার্ড ছাড়াও আন্দ্রে ফ্লেচার (৫০) ও মহম্মদ ওয়াসিম (৮৬) ফিফটি করেন। ২৪২ রানের টার্গেটের জবাবে ডেজার্ট ভাইপার্সের পুরো দল ১২.১ ওভারে  ৮৪ রানে গুটিয়ে যায়। এভাবে ১৫৭ রানে ম্যাচ জিতে এমিরেটস দল। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement