টানা সাতটা ডার্বিতে হার ইস্টবেঙ্গলের (East Bengal)। যদিও সেটা সিনিয়র দলের ডার্বিতে (Kolkata Derby)। ছোটদের ডার্বিতে দেখা গেল একেবারে অন্য দৃশ্য। ড্র হল ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার আগে খাতায়-কলমে এগিয়ে থাকলেও নৈহাটি স্টেডিয়ামে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে মোহনবাগান (Mohun Bagan)। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের দীপ সাহা। ৪১ মিনিটে স্পট কিক থেকে দারুণ গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন তিনি।
আক্রমণ প্রতি-আক্রমণে ম্যাচ জমে ওঠে। বারেবারে আক্রমণে উঠতে থাকে দুই দল। গোল খাওয়ার পর সমতা ফেরাতে আরও ঝাঁজ বাড়ায় সবুজ-মেরুন। ৮১ মিনিটে গোল পেয়ে যায় মোহনবাগান। সমতা ফেরান ফরদিন আলি মোল্লা। আগের ডার্বিও 0-0 গোলে ড্র হয়। ফলে এই ম্যাচের দিকে সকলের দৃষ্টি ছিল।দুই দলের প্রচুর সমর্থক এ দিনের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন। ডার্বি দারুণ ভাবে উপভোগ করেন তাঁরা। মোহনবাগানকে এক ইঞ্চিও জমি ছাড়েনি বিনো জর্জের ছেলেরা।
৮১ মিনিটে সুমিত রাঠির কর্নার ডিফ্লেক্ট হয়ে যায়। সেখান থেকে সুযোগ বুঝে হেডে গোল করেন ফরদিন আলি মোল্লা। ফরদিন আইএসএল-এও মোহনবাগান দলে খেলেছেন। ফলে সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে দলের লজ্জা এড়ান তিনি। পরে যদিও লাল কার্ড দেখতে হয় সুমিত রাঠিকে। ম্যাচের আগেই ধারে ভারে অনেকটা এগিয়ে থাকলেও ম্যাচে সে ভাবে নিজেদের মেলে ধরতে পারেনি মোহনবাগান।
যুব ডার্বি হলেও একাধিক সিনিয়র দলের ফুটবলার এই ম্যাচে খেলেন। তাতেও এই ম্যাচ থেকে ফল পাওয়া গেল না। ১০ এপ্রিল মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে পরের ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। ১৩ এপ্রিল ও ১৮ এপ্রিল মহামেডানের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। ২১ এপ্রিল ফের ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।