Advertisement

Kolkata Derby Super Cup 2024: জিতলে সেমিফাইনাল নিশ্চিত, ডার্বি ড্র হলে শেষ চারে মোহনবাগান না ইস্টবেঙ্গল?

সুপার কাপের (Super Cup 2024) ডার্বিই (Kolkata Derby) ঠিক করে দেবে শেষ চারে কোন দল পৌঁছবে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan Vs East Bengal) দু'টি ম্যাচ জিতে একই পয়েন্টে থাকলেও, গোল পার্থক্যের বিচারে গ্রুপ-এ-এর শীর্ষে রয়েছে লাল-হলুদই। ফলে শুক্রবারের লড়াইয়ের আগে অনেকটা এগিয়ে থেকেই শুরু করবে কার্লেস কুয়াদ্রাতের দল।

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
Aajtak Bangla
  • ভুবনেশ্বর ,
  • 16 Jan 2024,
  • अपडेटेड 12:17 PM IST
  • শুক্রবার ডার্বিতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল
  • কোচ হিসেবে মোহনবাগানের ডাগ আউটে থাকবেন হাবাস

সুপার কাপের (Super Cup 2024) ডার্বিই (Kolkata Derby) ঠিক করে দেবে শেষ চারে কোন দল পৌঁছবে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan Vs East Bengal) দু'টি ম্যাচ জিতে একই পয়েন্টে থাকলেও, গোল পার্থক্যের বিচারে গ্রুপ-এ-এর শীর্ষে রয়েছে লাল-হলুদই। ফলে শুক্রবারের লড়াইয়ের আগে অনেকটা এগিয়ে থেকেই শুরু করবে কার্লেস কুয়াদ্রাতের দল।

ম্যাচ ড্র হলে কী হবে?
ম্যাচ যে দল জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। কারণ চারটি গ্রুপের থেকে একটি করে দল যাবে শেষ চারে। তবে ৯০ মিনিটের লড়াইয়ে যদি কোনও দলই কোন দলকে হারাতে না পারে তাহলে কী হবে? গোল পার্থক্যের বিচারে এগিয়ে থাকায় পরের রাউন্ডে চলে যাবে লাল-হলুদ। সেক্ষেত্রে শেষ চারে যেতে হলে আন্তোনিও লোপেজ হাবাসের দলের কাছে জেতা ছাড়া গতি নেই। ফলে লড়াই বেশ জমজমাট হবে বলেই আশা করা যাচ্ছে। 

এক্স ফ্যাক্টর হতে পারেন হুগো বুমোস
মোহনবাগানের হয়ে মরসুমের প্রথমদিকে সেভাবে খেলতে না পারলেও, ধীরে ধীরে মরসুম যত এগোচ্ছে ততই যেন নিজের পুরনো ছন্দ খুঁজে পাচ্ছে মোহনবাগানের মিডফিল্ডের স্তম্ভ হুগো বুমোস। এবারের সুপার কাপে একেবারে অন্য মেজাজে তিনি। ডার্বিতে তাঁর খেলা একটা বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।    

লিস্টন কোলাসোর সঙ্গে হুগো বুমোস

সাত ফুটবলারকে পাচ্ছে না মোহনবাগান
ভারতীয় দলের এএফসি এশিয়ান কাপের ম্যাচ চলতে থাকায়, নিয়মিত খেলা সাত ফুটবলারকে পাচ্ছে না সবুজ-মেরুন শিবির। সেই কারণেই সামগ্রিক ভাবে আইএসএল-এ মোহনবাগান যতটা ভাল ফুটবল খেলেছে, সুপার কাপে তা দেখা যাচ্ছে না। ডিফেন্সের ভুলে গোল খেতে হচ্ছে। গোল করার ক্ষেত্রে মোহনবাগানের আক্রমণ অনেকটাই চেনা লাগছে প্রতিপক্ষের কাছে। ফলে তাদের পক্ষেও সেই আক্রমণ ঠেকাতে সমস্যা হচ্ছে না। 

Advertisement

প্রায় সমস্ত ফুটবলারকেই পাচ্ছেন কুয়াদ্রাত
একে তো গোল পার্থক্যে এগিয়ে থেকে শুরু করছে মশাল বাহিনী, তার উপর আবার প্রায় সমস্ত ফুটবলারকেই দলে পাচ্ছেন কার্লেস কুয়াদ্রাত। ফলে শুক্রবারের ডার্বির আগে বেশ চনমনে ইস্টবেঙ্গল। এখনও অবধি এই মরসুমে দুইবার দুই দল মুখোমুখি হয়েছে। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানকে হারিয়ে দিলেও, ফাইনালে সবুজ-মেরুনের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ফলে এই মরসুমে ডার্বির ফল ১-১। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement