Advertisement

Kolkata Knight Riders: KKR-এ বাংলার খেলোয়াড় নেই কেন ? সামনে এল বিস্ফোরক অভিযোগ

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে নেই কোনও বাঙালি। এই নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। এখন আর শোনা যায় না 'করব লড়ব জিতব রে স্লোগানও' (Korbo Lorbo Jitbo Re)। নাইটদের সংসারে বাংলার ক্রিকেটার না থাকলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), গুজরাত টাইটান্স (Gujarat Titans) দলে দুই জন করে বাংলার ক্রিকেটার নিয়মিত খেলছেন।

কেকেআর ও শাহরুখ খান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2023,
  • अपडेटेड 6:52 PM IST
  • কেকেআর-এ কোনও বাংলার ক্রিকেটার নেই
  • বিস্ফোরক অভিযোগ করলেন গর্গ চট্টোপাধ্যায়

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে নেই কোনও বাঙালি। এই নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। এখন আর শোনা যায় না 'করব লড়ব জিতব রে স্লোগানও' (Korbo Lorbo Jitbo Re)। নাইটদের সংসারে বাংলার ক্রিকেটার না থাকলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), গুজরাত টাইটান্স (Gujarat Titans) দলে দুই জন করে বাংলার ক্রিকেটার নিয়মিত খেলছেন। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলেও রয়েছেন বাংলার ক্রিকেটাররা। তবুও বাংলার দলে নেই কোনও ভূমিপুত্র? এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বাংলার প্রাক্তন ক্রিকেটারদের একাংশের মধ্যে। শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), অভিষেক পোড়েলদের (Abhishekh Porel) মতো ক্রিকেটাররা কেন কলকাতার দলে খেলতে পারছেন না? bangla.aajtak.in-কে এ নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাংলা পক্ষ (Bangla Pokkho) নেতা গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)। 

কলকাতা নাইট রাইডার্স আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির (East India Company) মতো। এমনটাই মনে করেন গর্গ। তিনি বলেন, 'ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে 'ইন্ডিয়া' ছিল। শাহরুখ খানের (Shah Rukh Khan) এই দলে কলকাতার নাম রয়েছে। এটুকু ঠিক, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কোনও ভারতীয় ছিলেন না। তেমন ভাবেই বাংলার ক্রিকেটারদেরও জায়গা নেই কলকাতা নাইট রাইডার্সের। একে একে বাংলার সমস্ত কিছুই মুছে ফেলতে চাইছে তারা। শুধু কলকাতা নামটা দিয়ে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছে। ব্যবসা করছে। এর সঙ্গে কলকাতা, বাংলার কোনও যোগাযোগ নেই।' শাহরুখ খানকে কিছু বছর আগেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেটর করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন গর্গ। তিনি বলেন, 'শাহরুখ এখানে ব্যবসা করতে এসেছেন। বাংলা নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই।' 

আরও পড়ুন: ফোন ধরেননি, কীভাবে সৌরভের দলে খেলার সুযোগ বাংলার উইকেটকিপারের?

তবে শুধু কেকেআর নয়, সিএবি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গর্গ। তিনি বলেন, 'নাইট রাইডার্সের কথা না হয় ছেড়েই দিলাম। সিএবি-তেও বাঙালি কোথায়? বাংলার যে ক'জন আছেন, তাঁরাও এর জন্য সমান দায়ি। বাংলা দলে দেখবেন শামি, শাহবাজরা খেলছেন। এরা কেউই বাংলার ভূমিপুত্র নন। এরা ভারতীয় দলে সুযোগ পেলে আমরাও লাফাই। কিন্তু তিনি তো বাংলার নন।'

Advertisement

আরও পড়ুন: সাকিব IPL-এ কেন খেলতে পারলেন না? হতাশ বাংলাদেশি তারকা বললেন...

পশ্চিমবঙ্গের ক্রিকেটারদেরই বাংলা দলে সুযোগ দিতে হবে। এমনটাই দাবি বাংলা পক্ষের। তিনি বলেন, 'বাংলার দলে বাঙালি ক্রিকেটারদেরই রাখতে হবে। অনেকেই বলেন তাতে পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। আমার প্রশ্ন, বিহার তো খুব ভালো ক্রিকেট খেলে এমনটা নয়, তাও সেই দলে কিন্তু বাইরের ক্রিকেটাররা সুযোগ পান না। তা হলে, বাংলায় কেন এমনটা হবে না?'           

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement