কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্লে অফের আশা প্রায় শেষ। শুক্রবার পঞ্জাব কিংসকে (Punjab Kings) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) হারিয়ে দেওয়ায় আরও চাপে পড়তে হল নীতীশ রানাদের (Nitish Rana)। এই জয়ের ফলে শুধু ১৪ পয়েন্টে পৌঁছে যাওয়াই নয়, নেট রান রেটও অনেকটাই বাড়িয়ে নিয়েছে তারা।
যার ফলে আজকের ম্যাচে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে কেকেআর-কে। আর সেই ব্যবধানে কোনও টি২০ ম্যাচ জেতা কার্যত অসম্ভব। ফলে শনিবার ইডেনের ম্যাচকে নিয়মরক্ষার ম্যাচই বলা যায়। আইপিএলের পয়েন্ট তালিকা দেখলে দেখা যাবে আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস তিন দলের পয়েন্ট ১৪। আরসিবি ও মুম্বইয়ের একটি করে ম্যাচ খেলা বাকি রয়েছে। কলকাতা শনিবার জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৪। আরসিবি ও মুম্বই পয়েন্ট নষ্ট করলে তখন একটা সুযোগ আসবে কেকেআরের সামনে।যদিও পয়েন্ট সমান হয়ে গেলে নেট রানরেট বিচার করতে হবে।
সেক্ষেত্রেও অনেকটাই পিছিয়ে কেকেআর। শুক্রবারের ম্যাচের পর রাজস্থানের নেট রানরেট ০.১৪৮। কেকেআরের নেট রানরেট -০.২৫৬। কেকেআর যদি লখনউকে ১০৩ রান বা তার বেশি ব্যবধানে হারাতে পারে তবেই তারা নেট রানরেটে রাজস্থানকে টপকে যাবে।
ফলে টসে জিতে শুরুতে ব্যাট করতে হবে কলকাতাকে। বল করতে গেলে রাজস্থানের নেট রানরেট ছুতেই পারবে না কেকেআর। যদিও টস ভাগ্য ভালো নয় নীতীশ রানার। আর ভাগ্যের ওপরেই অনেকটা নির্ভর করতে হচ্ছে কলকাতাকে।
কেকেআর-এর চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোনও ভাবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কলকাতার আশা সেখানেই শেষ হয়ে যাবে। ১৩ পয়েন্টে কোনও ভাবেই প্লে-অফে যাওয়ার সুযোগ নেই। বরং সুবিধা হবে লখনউয়ের। এমনিতেই তারা তৃতীয় স্থানে রয়েছে। আর একটি পয়েন্ট পেলেই তাদের প্লে-অফে খেলা নিশ্চিত।