Advertisement

Kylian Mbappe: মেসি নয়, রোনাল্ডোই 'GOAT'; এমবাপের পোস্ট নিয়ে জল্পনা কেন?

হ্যাক করা হয়েছে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) এক্স অ্যাকাউন্ট? কারণ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) থেকে লিওলেন মেসিকে (Lionel Messi) নিয়ে নানা পোস্ট করা হয়। শুধু তাই নয়, ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট করা হয়েছে কিলিয়ান এমবাপের এক্স অ্যাকাউন্ট থেকে। যেগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই ঘটনার জেরে বিপাকে পড়েছেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ফুটবলার। 

Kylian MbappeKylian Mbappe
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2024,
  • अपडेटेड 12:34 PM IST

হ্যাক করা হয়েছে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) এক্স অ্যাকাউন্ট? কারণ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) থেকে লিওলেন মেসিকে (Lionel Messi) নিয়ে নানা পোস্ট করা হয়। শুধু তাই নয়, ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট করা হয়েছে কিলিয়ান এমবাপের এক্স অ্যাকাউন্ট থেকে। যেগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই ঘটনার জেরে বিপাকে পড়েছেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ফুটবলার। 

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই চমকে যান ফরাসি তারকা ফুটবলার। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে গিয়েই বড় ধাক্কা খান তিনি। অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। সেই সময়ে এমবাপে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির ‘GOAT’ নিয়ে বিতর্কিত নিয়ে পোস্ট করা হয়েছে। পাশাপাশি ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুতেও তাঁর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

শুধু তাই নয়, এমবাপের অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার এবং আরও অনেক কিছু নিয়ে বেশ কিছু বিতর্কিত টুইট করা হয়। তবে কিছুক্ষণ পরেই সমস্ত বিতর্কিত পোস্ট ডিলিট করা হয়। এর ফলে বেশ চিন্তায় পড়েছেন কিলিয়ান এমবাপে। তবে কে বা কারা এমবাপের এক্স হ্যান্ডেল হ্যাক করল তা এখনই বলা যাচ্ছে না।

ডিলিট হওয়া পোস্ট

 

রিয়াল মাদ্রিদের হয়ে ভ্যালাডোলিডের বিরুদ্ধে ম্যাচে দারুণ জয় পেয়েছেন এমবাপেরা। ৩-০ ব্যবধানে শেষ ম্যাচে জয় পায় এমবাপের নতুন দল। তবে সেই ম্যাচে তিনি গোল পাননি। স্পেনে কিলিয়ান এমবাপের কেরিয়ারের শুরুটা একেবারেই ভাল হয়নি। তবে এতে অবশ্য চিন্তিত নন হেড কোচ কার্লো আনচেলত্তি। তিনি জোর দিয়ে বলেছিলেন যে ফরাসি খেলোয়াড় শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর জায়গা তৈরি করবেন। লাস পালমাস খেলার আগে এমবাপের ফর্ম সম্পর্কে প্রশ্ন করার সময় কার্লো বলেন, ‘এমবাপে? আমার মনে হয় শেষবার ও গোল করেছিল ১৪ অগস্ট। এটা মাত্র ২ সপ্তাহ আগে, আমরা চিন্তিত নই এবং সে ও চিন্তিত নয়।’

Advertisement
Read more!
Advertisement
Advertisement