ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) সঙ্গে বিচ্ছেদের পথে বলিউড (Bollywood) অভিনেত্রী কিম শর্মা (Kim Sharma)? শোনা যাচ্ছে এমনটাই। বছর দুয়েক আগে সম্পর্কে জড়ান দুই তারকা। গোয়ার বিচে হোক বা মুম্বই-এর রাস্তায় দুই জনকে বারেবারে একসঙ্গে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা স্বীকারও করেছেন কিম। কলকাতায় ইস্টবেঙ্গলের (East Bengal) অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে বান্ধবীকেও সঙ্গে নিয়ে এসেছিলেন কিম। অনুষ্ঠানে ছিলেন লিয়েন্ডারের বাবা ভেস পেজও।
দুই বছরেই সম্পর্ক ভাঙল লিয়েন্ডারের। শোনা যাচ্ছে, দুই জনের মধ্যে কোনও একজন বিয়ে করতে রাজি হচ্ছেন না। গত কয়েকদিন ধরেই সম্পর্কে ফাটলের খবর শোনা যাচ্ছিল। অনন্যা পাণ্ডের আত্মীয়ের বিয়েতেও একাই এসেছিলেন কিম। গত বছরেই দুর্গা পুজোর সময় কলকাতায় এসেছিলেন কিম লিয়েন্ডার। ডিসেম্বরেও ঘুরে যান এই শহরে। সেই সময়ই শোনা গিয়েছিল, বিয়ে সেরে ফেলেছেন লিয়েন্ডার-কিম। পরে যদিও জানা যায়, বিয়ে হয়নি তাদের। গোটাটাই মিথ্যে।
বিচ্ছেদের খবর এখনও ঘোষণা করেননি লিয়েন্ডার বা কিম Leander Paes Kim Sharma Relationship)। ২০২২ সালের মার্চে একটি ছবি পোস্ট করে কিম লেখেন, ‘হ্যাপি অ্যানিভারসারি চার্লস। ৩৬৫ দিন… অন্তহীন মুহূর্ত, আনন্দ, কত কী শেখা! আমার হওয়ার জন্য ধন্যবাদ, ভালোবাসি তোমাকে- মিচ।’ তবে এবার লাভ অ্যানিভারসারি পালন করতে দেখা যায়নি তারকা জুটিকে। কোনও ছবিও পোস্ট করেননি তাঁরা।
পেস এর আগে মডেল রিয়া পিল্লাইয়ের (Rhea Pillai) সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। লিয়েন্ডারের বিরুদ্ধে বেশকিছু অভিযোগের কথাও তুলেছিলেন রিয়া। এরপরেই তাঁদের বিচ্ছেদ হয়। অন্যদিকে কিম বলিউডে পা রেখেছিলেন 'মহব্বতে' (Mohabbatein) সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে। এর আগে তাঁর সম্পর্ক ছিল অভিনেতা হর্ষবর্ধন রানের (Harshvardhan Rane) সঙ্গে। এমনটাই শোনা গিয়েছিল। যদিও কোনও তারকাই সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে এবার লিয়েন্ডারের সঙ্গেও তাঁর সম্পর্কের ফাটলের কথা শোনা যাচ্ছে।