Advertisement

Lionel Messi: PSG-র প্র্যাক্টিসেও নামতে পারবেন না মেসি, CR7এর মতোই সৌদি লিগে LM10?

ফুটবলমহলে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি (Lionel Messi)। বলা যেতে পারে এইমুহূর্তের বহুচর্চিত বিতর্কিত অধ্যায়। সম্প্রতি তাঁর নিজের টিম পিএসজি-র (PSG) থেকে অনুমতি না নিয়েই, সৌদি আরবে (Saudi Arabia) সপরিবারে ঘুরতে যান মেসি। এটাই হল সমস্যার মূল কারণ। এই ঘটনার জেরেই এলএম১০-কে (LM10) দুই সপ্তাহের জন্য নির্বাসিত করেছে পিএসজি টিম ম্যানেজমেন্ট। ফলে আগামী দুই সপ্তাহ, পিএসজি জার্সি গায়ে কোনও ম্যাচে নামতে পারবেন না তিনি। শুধু ম্যাচে নয়, অনুশীলনেও নামতে পারবেন না মেসি। মেসিপ্রেমীদের জন্য অবশ্যই খারাপ খবর। 

লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 May 2023,
  • अपडेटेड 8:02 AM IST
  • সৌদি লিগে আসতে পারেন মেসি?
  • PSG-র হয়ে অনুশীলনও করতে পারবেন না মেসি

ফুটবলমহলে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি (Lionel Messi)। বলা যেতে পারে এইমুহূর্তের বহুচর্চিত বিতর্কিত অধ্যায়। সম্প্রতি তাঁর নিজের টিম পিএসজি-র (PSG) থেকে অনুমতি না নিয়েই, সৌদি আরবে (Saudi Arabia) সপরিবারে ঘুরতে যান মেসি। এটাই হল সমস্যার মূল কারণ। এই ঘটনার জেরেই এলএম১০-কে (LM10) দুই সপ্তাহের জন্য নির্বাসিত করেছে পিএসজি টিম ম্যানেজমেন্ট। ফলে আগামী দুই সপ্তাহ, পিএসজি জার্সি গায়ে কোনও ম্যাচে নামতে পারবেন না তিনি। শুধু ম্যাচে নয়, অনুশীলনেও নামতে পারবেন না মেসি। মেসিপ্রেমীদের জন্য অবশ্যই খারাপ খবর। 

বার্সেলোনায় যেতে পারেন মেসি
শুধু ম্যাচ খেলা নয়, অনুশীলনেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অর্থাৎ, দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না তিনি। এমনকি, পিএসজি সমর্থকদের  বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাঁকে। ভীষণই অস্বস্তিতে রয়েছেন আর্জেন্টিনার (Atgentina) অধিনায়ক। মেসিকে ঘিরে ওঠে স্লোগানও ওঠে। তবে এই স্লোগান মোটেই তাঁর জন্য ভালো নয়। কারণ, মেসিকে সাসপেন্ড করার পরই তাঁর বিরুদ্ধে গো-ব্যাক স্লোগান তোলেন সমর্থকরা। ফলে, আদৌ তিনি পিএসজি-তে থাকবেন কিনা, সেই নিয়েও এখন জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, পিএসজির সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ নাও করতে পারেন তিনি। তাঁকে দলে নিতে মুখিয়ে রয়েছে মেসির পুরনো ক্লাব বার্সেলোনা (FC Barcelona)।

আরও পড়ুন: তিন দশক পর লিগ জিতল মারাদোনার ক্লাব, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নাপোলিতে; VIDEO

তবে ইউরোপীয় ফুটবল মহলের খবর অনুযায়ী, সত্যিই হয়ত মেসি আর থাকছেন না। মানে, পরের মরশুমে আর হয়ত তাঁকে খেলতে দেখা যাবে না  পিএসজির হয়ে। অর্থাৎ, বিষয়টি এখন আর জল্পনা নেই।

আরও পড়ুন: রহিম আলির জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি চাইল চেন্নাইয়েন, নিতে পারবে ইস্টবেঙ্গল? 
 
আল হিলালও মেসিকে সই করাতে চায়
অন্যদিকে, মেসিকে দলে নেওয়ার বিষয়ে বেশ আগ্রহী সৌদি আরবের ক্লাব আল হিলাল (Al Hilal FC)। খবর অনুযায়ী, এই ক্লাবটি প্রায় এক মাস আগেই বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের অফার দেয় মেসিকে। তবে শুধু আল হিলাল নয়, এমএলএস-এর ইন্টার মিয়ামি দল এবং মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনাও তাঁকে পেতে আগ্রহী।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement