লিওনেল মেসি (Lionel Messi) কি ফিরছেন বার্সেলোনায় (FC Barcelona)? সম্প্রতি মেসির একটি ছবি নিয়ে প্রশ্ন তুলছেন ফুটবলপ্রেমীরা। ১৫টি সুটকেস নিয়ে তাঁর বার্সেলোনায় ফেরার খবর ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন।
নতুন করে জল্পনা উস্কে দিলেন মেসি
লিওনেল মেসি এবার তাঁর বার্সেলোনা প্রত্যাবর্তনের কাহিনিতে ট্যুইস্ট আনলেন তিনি নিজেই। দুই ফুটবলারকে নিয়ে ডিনারে গিয়ে এই জল্পনা উস্কে দিলেন তিনি। এই ভিডিও এখন ক্লাব সমর্থকদের অনেকেই দেখেছেন। এই ভিডিও দেখে সমর্থকরা উল্লাসিত। ভিডিওতে মেসিকে ডিনার করতে দেখা গিয়েছে দুই প্রাক্তন সতীর্থ জোর্ডি আলবা ও সার্জিও বুস্কেটসের সঙ্গে। তিন জনই একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন। ২০২১-এর গ্রীষ্মে আর্থিক কারণে একরকম বাধ্য হয়েই বার্সেলোনা পিএসজির হাতে তুলে দিয়েছিল মেসিকে। দু'বছর বাদে আবার পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। তারমধ্যেই মেসির এই বার্সেলোনায় ফেরার জল্পনা। এখানে তিনি ১৩ বছর বয়স থেকে বড় হয়েছেন। ফুটবল খেলেছেন। মহাতারকা হয়েছেন।
নতুন প্রস্তাব এল পিএসজি-র থেকে
শোনা যাচ্ছে পিএসজি (Paris Saint Germain)মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। কিন্তু তিনি তাতে এখনও রাজি হননি। অনেকেই মনে করেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেও মেসি সেখানে মানিয়ে নিতে পারেননি। এখন জোর্ডিদের সঙ্গে ডিনার করে মেসি এটাও বুঝিয়ে দিলেন, পুরনো সতীর্থদের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও আগের মতোই।
পুরনো ক্লাবে ফিরবেন মেসি?
বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষও আগেই জানিয়েছে যা তারা ঘরের ছেলেকে ফিরিয়ে নিতে চায়। এখন দেখার বিষয় ব্যাপারটা সত্যিই তেমন হয় কিনা। এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফুটবলের মহাতারকার। যিনি কাতারে আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ তুলে দিয়েছেন। মেসিকে নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছিল। তবে কি কেরিয়ারের একেবারে শেষ সময় এসে নিজের পুরনো ক্লাবে ফিরবেন? তা নিয়ে এখনও নানা জল্পনা চলছে।