Advertisement

FIFA World Cup 2022: আর্জেন্টিনার জন্য সুখবর, চোট সারিয়ে ফাইনালের দিনই অনুশীলনে মেসি

বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালের আগে অবশেষে অনুশীলনে নামলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে (Croatia) হারানোর পর আর অনুশীলনে নামেননি মেসি। তবে ফাইনালের আগে অনুশীলনে নামলেন আর্জেন্টাইন সুপারস্টার। তাঁকে অনুশীলনে দেখতে না পেয়ে অনেকেই ভেবেছিলেন মেসির বোধহয় চোট লেগেছে। তবে অনুশীলনে নামলেন তিনি।

লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2022,
  • अपडेटेड 2:11 PM IST
  • অনুশীলনে নামলেন মেসি
  • বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স

বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালের আগে অবশেষে অনুশীলনে নামলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে (Croatia) হারানোর পর আর অনুশীলনে নামেননি মেসি। তবে ফাইনালের আগে অনুশীলনে নামলেন আর্জেন্টাইন সুপারস্টার। তাঁকে অনুশীলনে দেখতে না পেয়ে অনেকেই ভেবেছিলেন মেসির বোধহয় চোট লেগেছে। তবে অনুশীলনে নামলেন তিনি।

ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন
অনুশীলনে নামলেন মেসি

মেসির চোট নেই বলে দাবি করেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও (Emiliano Martinez)। তিনি বলেন, ''মেসির কোনও চোট নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২০ মিনিট ম্যাচ খেলতে হয়েছে। মেসি পুরো সময়টা মাঠেই ছিল। শারীরিক ভাবে ভাল জায়গায় রয়েছে। ও সব ম্যাচেই সেরা।''  

আরও পড়ুন: ফাইনাল দেখতে কাতারে সস্ত্রীক সৌরভ, মেসি না এমবাপে; কাকে এগিয়ে রাখলেন ?  

এখনও অবধি এবারের বিশ্বকাপে পাঁচটি গোল করে ফেলেছেন মেসি। ৩টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। এমবাপের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন মেসি। তিনিও  ৪টি গোল করে মেসির পেছনেই রয়েছেন ফ্রান্সের অলিভার জিরু ও তাঁর সতীর্থ জুলিয়ান আলভারেজ। 

সুস্থ রয়েছেন  ফ্রান্সের ফুটবলাররাও
সুস্থ হয়ে উঠেছেন ফ্রান্সের ফুটবলাররা। শোনা গিয়েছিল, ভাইরাল ফিভারের জন্য ফ্রান্সের বেশ কয়েকজন ফুটবলার। তবে  ফাইনালের আগে অনুশীলনে দেখা গেল সমস্ত ফুটবলারদেরই। ফ্রান্সের অন্তত তিন জন ফুটবলার ‘কোল্ড ভাইরাস’ বা ঠান্ডার ভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়েছিল। দুই ফুটবলারের অবস্থা বেশ খারাপ। তাঁদের বাকিদের থেকে আলাদা রাখা হয়েছিল। তবে অনুশীলনে নামতে দেখা গিয়েছে সমস্ত ফুটবলারকেই।

আরও পড়ুন: সর্বোচ্চ গোল সংখ্যা সমান হলে গোল্ডেন বুট কে পান? রইল অঙ্ক

তবে ম্যাচের আগে এই ব্যাপারটা গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনার কোচ স্কালোনি। তিনি জানিয়েছেন, 'আমরা আমাদের রণকৌশল অনুযায়ী খেলব। আমরা শুনেছি ভাইরাল ফিভারের কথা। তবে এর মধ্যে কতটা সত্যতা রয়েছে তা জানি না। ফ্রান্স দলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।'

Advertisement

সমস্ত ফুটবলারকে অনুশীলনে দেখা গেলেও ফরাসি সংবাদমাধ্যমের একাংশের দাবি, আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এসেছিলেন ফ্রান্সের অনুশীলন দেখতে। তাই তাদের সামনে গোটা দলকেই নামানো হয়েছে। তবে পরিস্থিতি যা তাতে, দলে থাকবেন না বেশ কয়েকজন নামী ফুটবলার। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement