Advertisement

IPL 2022:কেএল রাহুলদের লোগো প্রকাশ, থাকছে পুরাণের ছোঁয়া

তারই মধ্যেই নিজেদের লোগো প্রকাশ করে ফেলল লখনউ সুপার জায়ান্ট। এবার তাদের চমক হল পুরাণের গড়ুর পাখি। ভারতীয় ধর্মীয় সংস্কৃতির সঙ্গে গড়ুর পাখির যোগ অত্যন্ত নিবিড়। পুরান অনুযায়ী, ভগবান বিষ্ণুর বাহন হল গড়ুর পাখি। আর লখনউ ভারতের অন্যতম ধর্মীয় স্থান। তাই সবমিলিয়ে লখনউ সুপার জায়ান্টের লোগোতে পুরাণে বর্ণিত  এই পাখিকেই ব্যবহার করা হয়েছে। লখনউ সুপার জায়ান্টের তরফে জানানো হয়েছে, "পুরাণের এই পাখি হল রক্ষক এবং সবচেয়ে শক্তিশালী ও দ্রুততার প্রতীক। আর সেটাই আমাদের প্রভাবিত করছে এই লোগো তৈরি করার জন্য। এছাড়া ভারত ও উপ মহাদেশীয় সংস্কৃতির সঙ্গে এই পাখির সম্পর্ক খুবই গভীর। সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।

লখনউ সুপার জায়ান্টসের লোগো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2022,
  • अपडेटेड 8:04 PM IST
  • লখনউ সুপার জায়ান্টসের নতুন লোগো প্রকাশিত হয়েছে
  • রাহুলদের দলের লোগোতে পুরাণের ছোঁয়া

কিছুদিন আগেই আইপিএলের (IPL2022) জন্য নিজেদের নাম ঘোষণা করেছিল লখনউ ফ্র্যাঞ্চাইজি। এবার তারা প্রকাশ করল লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) লোগো। আর সেখানেও দেখা গেল ঐতিহ্যের ছোঁয়া। পুনে সুপার জায়েন্টসের লোগোর আদলেই তৈরি হয়েছে লখনউ সুপার জায়ান্টের নতুন লোগো। তাদের লোগায় দেখা যাবে একটি ব্যাট। সেই ব্যাট সহ ডানা রয়েছে এবং মাঝখানে দলের নাম লেখা রয়েছে।। ভারতীয় পতাকার  রঙেই সাজানো হয়েছে লখনউয়ের এই লোগোকে। আর তা প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত ভারতের ক্রিকেট প্রেমীরা। এবারের আইপিএল ৮ দলের পরিবর্তে হবে দশ দলের। সেই মতোই চলছে জোরকদমে প্রস্তুতি। গত বছরই আইপিএলের আসরে যুক্ত হয়েছে এই দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। আহমেদাহাদ ও লখনউ এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে। যে কারণে আসন্ন  আইপিএলের জন্য আয়োজিত হতে চলেছে মেগা নিলাম। শোনা যাচ্ছে, আইপিএলের ইতিহাসে নাকি এটাই হতে চলেছে সবচেয়ে বড় নিলাম। সেদিকেই তাকিয়ে রয়েছে এখন সকলে।

তারই মধ্যেই নিজেদের লোগো প্রকাশ করে ফেলল লখনউ সুপার জায়ান্ট। এবার তাদের চমক হল পুরাণের গড়ুর পাখি। ভারতীয় ধর্মীয় সংস্কৃতির সঙ্গে গড়ুর পাখির যোগ অত্যন্ত নিবিড়। পুরান অনুযায়ী, ভগবান বিষ্ণুর বাহন হল গড়ুর পাখি। আর লখনউ ভারতের অন্যতম ধর্মীয় স্থান। তাই সবমিলিয়ে লখনউ সুপার জায়ান্টের লোগোতে পুরাণে বর্ণিত  এই পাখিকেই ব্যবহার করা হয়েছে। লখনউ সুপার জায়ান্টের তরফে জানানো হয়েছে, "পুরাণের এই পাখি হল রক্ষক এবং সবচেয়ে শক্তিশালী ও দ্রুততার প্রতীক। আর সেটাই আমাদের প্রভাবিত করছে এই লোগো তৈরি করার জন্য। এছাড়া ভারত ও উপ মহাদেশীয় সংস্কৃতির সঙ্গে এই পাখির সম্পর্ক খুবই গভীর। সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।

আরও পড়ুন: ইডেনে টি২০ সিরিজে দর্শক থাকছে, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রস্তুতি শুরু সিএবি-র

Advertisement

আরও পড়ুন: নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হয় না, টেস্টের অধিনায়কত্ব প্রসঙ্গে বিরাট

দলের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, "লখনউ সুপার জায়ান্টের প্যান ইন্ডিয়া আবেদনের কথা মাথায় রেখেই এই তিনটি রঙ ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক বোঝাতে পাখির আকার করা হয়েছে ব্যাটের মতো"। এক কথায় বলতে গেলে ভারতীয় সংস্কৃতিকেই নিজেদের লোগোতে তুলে ধরতে চেয়েছে আইপিএল-এর নতুন দল লখনউ সুপার জায়ান্ট।

এবারের আইপিএলে নতুন দল হলেও, শুরু থেকেই একের পর এক চমক দিয়ে চলেছে লখনউ সুপার জায়ান্ট। নিলামের আগে দলের তিন ক্রিকেটারকে বাছাইয়ের ক্ষেত্রে রীতিমত সকলের নজর কেড়েছে তারা। অধিনায়ক হিসাবে তারা বেছে নিয়েছেন কে এল রাহুলকে (KL Rahul)। এছাড়া লখনউ দলে রয়েছেন মার্কাস স্টয়নিস ও রবি বিষ্ণোই। নিজেদের কোচিং স্টাফও ঠিক করে ফেলেছিল লখনউ সুপার জায়ান্ট। কোচ হিসাবে তাদের দলের দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। মেন্টর হিসাবে দলের সঙ্গে রয়ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এখন শুধুই মেগা নিলাম থেকে ভাল ক্রিকেটার তুলে দল সাজানোর অপেক্ষা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement