Advertisement

Mahendra Singh Dhoni: আগামী মরশুমেও CSK-এর ক্যাপ্টেন ধোনিই? জবাব দিলেন দলের CEO

২০২৩ আইপিএল-এও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) খেলছেন। ভক্তদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আগামি মরশুমেও ধোনি খেলবেন কি না?

মহেন্দ্র সিং ধোনি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2022,
  • अपडेटेड 11:43 AM IST
  • আগামী মরশুমেও চেন্নাই দলের নেতৃত্বে ধোনি
  • জানান হল দলের পক্ষ থেকে

২০২৩ আইপিএল-এও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি, বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) খেলছেন। ভক্তদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আগামি মরশুমেও ধোনি খেলবেন কি না? ধোনি খেললেও চেন্নাই সুপার কিংস (CSK) দলের অধিনায়ক থাকবেন না কি অন্য কেউ তাঁর জায়গায় আসতে চলেছেন? এই নানা প্রশ্ন ছিল ভক্তদের মধ্যে। তবে বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথ। তিনি আজতককে বলেন, 'আগামী আইপিএল মরশুমে চেন্নাই দলের অধিনায়ক হবেন মহেন্দ্র সিং ধোনি।'

গত মরশুমে রবীন্দ্র জাদেজার হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়

আইপিএল শুরু হয়েছিল ২০০৮ থেকে। ধোনি প্রথম মরশুম থেকে চেন্নাই দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। তিনি দলকে ৪ বার চ্যাম্পিয়ন করেছেন। গত আইপিএল ২০২২ মরশুমে চেন্নাই দলে কিছু পরিবর্তন হয়েছিল। ধোনি অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। ধোনি নিজেই রবীন্দ্র জাদেজার হাতে অধিনায়কত্ব তুলে দেন। কিন্তু দলের পারফরম্যান্স খুব বাজে থাকায় ফের হাল ধরতে হয় ধোনিকে। 

আরও পড়ুন:  'রোহিত ক্লান্ত!' কেন এমনটা মনে করছেন প্রাক্তন পাক ক্রিকেটার?

বাজে পারফরম্যান্সের পর মাঝপথেই অধিনায়কত্ব ছেড়ে দেন জাদেজা

জাদেজার নেতৃত্বে চেন্নাই দল প্রাথমিক ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছে। একই সঙ্গে জাদেজার পারফরম্যান্সেও প্রভাব পড়ছে। ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই খুব ভাল কিছু করতে পারেননি জাদেজা। এরপর এই অলরাউন্ডার নিজেই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়ে আবার ধোনির হাতে দায়িত্ব তুলে দেন। যদিও প্লে অফে উঠতে পারেনি চেন্নাই দল। 

আরও পড়ুন: ফ্রি-তে T20 বিশ্বকাপ ফাইনালের টিকিট চাই? উপায় বলে দিলেন পন্ত

চেন্নাই সবচেয়ে বেশি টাকা দিয়ে জাদেজাকে ধরে রেখেছে।

Advertisement

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে, চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ৪ খেলোয়াড়কে ধরে রেখেছিল। ১৬ কোটি টাকায় ধরে রাখা হয়েছিল জাদেজাকে। এই ফ্র্যাঞ্চাইজি তার অধিনায়ক এমএস ধোনিকে ১২ কোটি টাকায় ধরে রেখেছে। একই সঙ্গে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি এবং ভারতীয় ব্যাটসম্যান ঋতরাজ গায়কওয়াডকে ৮ কোটি টাকায় ধরে রাখা  হয়েছে।

চেন্নাই সুপার কিংস স্কোয়াড: 

ধরে রাখার তালিকা- রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), এমএস ধোনি (১২ কোটি), ঋতুরাজ গায়কওয়াড় (৮ কোটি), মইন আলি (৬ কোটি)।

ব্যাটসম্যান/উইকেটরক্ষক- রবিন উথাপ্পা (২ কোটি), আম্বাতি রায়ডু (৬.৭৫ কোটি), ডেভন কনওয়ে (১ কোটি), শুভ্রাংশু সেনাপতি (২০ লক্ষ), হরি নিশান্ত (২০ লক্ষ), এন জগদীসান (২০ লক্ষ)।

অলরাউন্ডার- ডোয়াইন ব্রাভো (৪.৪০ কোটি), শিবম দুবে (৪ কোটি), রাজবর্ধন হেঙ্গেরগেকার (১.৫০ কোটি), ডোয়াইন প্রিটোরিয়াস (৫০ লক্ষ), মিচেল স্যান্টনার (১.৯ কোটি), প্রশান্ত সোলাঙ্কি (১.২০ কোটি), ক্রিস জর্ডান (৩.৬০ কোটি) ভগত ভার্মা (২০ লক্ষ)।

বোলার - দীপক চাহার (১৪ কোটি), কেএম আসিফ (২০ লক্ষ), তুষার দেশপান্ডে (২০ লক্ষ), মহিষ তীক্ষ্না (৭০ লক্ষ), সিমারজিৎ সিং (২০ লক্ষ) , অ্যাডাম মিলনে (১.৯০ কোটি), মুকেশ চৌধুরী (২০ লক্ষ)। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement