Advertisement

MS Dhoni: লন্ডনের রাস্তায় বিপাকে ধোনি, পালিয়ে বাঁচলেন মাহি VIDEO

এবার লন্ডনের রাস্তায় তেমনই কিছু দেখা গেছে। ভারতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ধোনির সঙ্গে সেলফি তুলতে ভিড় জমান মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, ধোনির পক্ষে রাস্তায় হাঁটা কঠিন হয়ে পড়ে।

এমএস ধোনি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jul 2022,
  • अपडेटेड 11:25 AM IST
  • লন্ডনের রাস্তায় ধোনি
  • ঘিরে ধরল জনতা

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জনপ্রীয়তা যে এখনও এতটুকুও কমেনি তা বোলার অপেক্ষা রাখে না। মাহির বিভিন্ন স্টাইলের জন্য সমস্ত মানুষ পাগল। ধোনিকে দেখে মানুষ তাঁর অটোগ্রাফ নিতে ও তাঁর সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন।

এবার লন্ডনের রাস্তায় তেমনই কিছু দেখা গেছে। ভারতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ধোনির সঙ্গে সেলফি তুলতে ভিড় জমান মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, ধোনির পক্ষে রাস্তায় হাঁটা কঠিন হয়ে পড়ে।

ধোনির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ধোনির সঙ্গে সেলফি তোলার জন্য ভক্তদের মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এর একটি ভিডিওও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা যায় মানুষের প্রচুর মানুষের ভিড় জমেছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ধোনিকে দেখে লোকেরা তাদের গাড়ি থামিয়ে দিয়েছে। কেউ সেখান থেকেই ছবি তুলতে শুরু করেন, কেউ কেউ গাড়ি থেকে নেমে ধোনির দিকে সেলফি তুলতে ছুটে যান।

ধনিকে সেই ভিড় ঠেলে বার করে আনতে নিরাপত্তারক্ষীদের অনেক কষ্ট করতে হয়। এরপর গাড়িতে উঠে গাড়ির গতি বাড়ান ধোনি। এই ভিডিওটি তোলা হয়েছে লন্ডনে ওভাল স্টেডিয়ামের বাইরে। যেখানে ভারতীয় দল ১০ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 

আরও পড়ুন: '৭০টা সেঞ্চুরি এমনি এমনি হয় নাকি?' বিরাট সমালোচকদের তোপ শোয়েবের

আরও পড়ুন: ফের মাঠে প্রবীর-কৃষ্ণা জুটি? ইস্টবেঙ্গল খারিজ করে BFC যেতে পারেন রয়


বিবাহ বার্ষিকী ও জন্মদিন পালিত হল লন্ডনেই

মহেন্দ্র সিং ধোনি প্রায় দুই সপ্তাহ ধরে লন্ডনে রয়েছেন। এই মাসে, ৪ জুলাই ধোনি এবং সাক্ষীর বিবাহ বার্ষিকী ছিল। এই জন্যই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লন্ডন পৌঁছে গিয়েছিলেন ধোনি। এদিকে, ৭ জুলাই ধোনিও লন্ডনে তাঁর ৪১ তম জন্মদিন উদযাপন করেছেন। সেই অনুষ্ঠানে আবার হাজির হয়েছিলেন ঋষভ পন্ত। একই সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছে টিম ইন্ডিয়াও। এমন পরিস্থিতিতে ঘোরাঘুরির পাশাপাশি দলের ম্যাচ দেখতে স্টেডিয়ামে চলে যাচ্ছেন ধোনি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement