Advertisement

MS Dhoni Retirement: IPL থেকেও অবসর নিচ্ছেন ধোনি? নিজেই জানিয়ে দিলেন...

কবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)? অনেকেই মনে করেন, এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023) মরশুম। এরপর আর হলুদ জার্সিতে ব্যাট হাতে ছক্কা হাকাতে দেখা যাবে না মাহিকে। সেই জল্পনাকে উস্কে দিয়ে আবারও অবসর নিয়ে মুখ খুললেন ধোনি। চারবার চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) আইপিএল চ্যাম্পিয়ন করা ধোনি কি সত্যি এই মরশুমের পর অবসর নেবেন? 

মহেন্দ্র সিং ধোনি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Apr 2023,
  • अपडेटेड 12:46 PM IST
  • অবসর নিয়ে মুখ খুললেন ধোনি
  • এবারের আইপিএল-এর পর অবসর ধোনির?

কবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)? অনেকেই মনে করেন, এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023) মরশুম। এরপর আর হলুদ জার্সিতে ব্যাট হাতে ছক্কা হাকাতে দেখা যাবে না মাহিকে। সেই জল্পনাকে উস্কে দিয়ে আবারও অবসর নিয়ে মুখ খুললেন ধোনি। চারবার চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) আইপিএল চ্যাম্পিয়ন করা ধোনি কি সত্যি এই মরশুমের পর অবসর নেবেন? 

যদিও, ক্রিকেটপ্রেমীরা কেউই চান না ধোনি এখনই অবসর নিয়ে নিন। কিন্তু, মহেন্দ্র সিং ধোনি এই বিষয়টি নিয়ে নিজে কী ভাবছেন? ৪১ বছর বয়সী এই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের কথায় পাওয়া গেল অবসর নেওয়ার ইঙ্গিত। চেন্নাই সুপার কিংসের একটি অনুষ্ঠানে মাহি বলেন, 'এখন আইপিএল চলছে। তাই এর মাঝে এমন কিছু বলতে চাই না যা আমাদের দলের কোচকে বিপদে ফেলে। আমি কোচকে একদমই চাপে রাখতে চাই না।' তা হলে কী বোঝাতে চাইছেন মাহি? কেন এই কথা বললেন ধোনি? তবে কি এটাই তাঁর শেষ আইপিএল? আর দেখা যাবে না ধোনি ম্যাজিক? প্রশ্ন সমর্থকদের মনে।

আরও পড়ুন: ব্যাটে ব্যর্থ, সহজ স্টাম্পিং মিস, KKR-এ সুযোগ পাবেন লিটন?

নেতৃত্বের চাপ কমাতে গত বছরেই আইপিএল-এর আগে ক্যাপ্টেন হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। তাঁর জায়গায় অধিনায়ক করা হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। তবে তিনি ব্যর্থ হন। চেন্নাই দল গত মরশুমে প্লে অফেও যেতে পারেনি। পরে ফের দলের মান বাঁচাতে দায়িত্ব নিতে হয় ধোনিকে।  

আরও পড়ুন: IPL-এর ৭ ম্যাচ খেলা হয়ে গেল KKR-এর, এখনও ওপেনার ঠিক করতে পারলেন না পন্ডিতরা

২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন ধোনি। তাঁর নেতৃত্বে চার বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। ২০১৯ সালের বিশ্বকাপের পর আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। ২০২০ সালের ১৫ আগস্ট আনুষ্ঠানিক ভাবে অবসর নেন তিনি। সেখানেও ছিল ট্যুইস্ট। গানের লাইন লিখে অবসরের কথা সকলকে জানান মাহি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে ২০২১ সালে খেতাব জিতিয়েছেন। এবারেও কি নাটকীয় কিছু অপেক্ষা করছে?

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement