কর্ণাটকে শুরু হওয়া হিজাব বিতর্ক দেশের গন্ডি ছাড়িয়ে এখন আন্তর্জাতিক বিষয়। এই বিতর্কে এবার ঢুকে পড়লেন ফরাসি ফুটবলার পল পোগবাও (Paul Pogba)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) খেলা এই ফুটবলার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রইল ভিডিও শেয়ার করেছেন পোগবা। সেই ভিডিওতে দেখা গিয়েছে একাধিক ছাত্রকে গলায় গেরুয়া কাপড় জড়িয়ে স্লোগান দিতে দেখা গিয়েছে। অন্যদিকে হিজাব পরে মহিলাদেরকেও পাল্টা স্লোগান দিতে দেখা গিয়েছে। হিজাব বিতর্কে ইতিমধ্যেই উত্তাল হয়েছে গোটা ভারত। বিভিন্ন জায়গায় এ নিয়ে বিতর্ক শুরু হয়রে গিয়েছে। এবার সেই বিতর্কের মাঝে ঢুকে পড়লেন ফরাসি ফুটবলার পোগবা।
ইনস্টাগ্রাম পোস্টে কী লিখেছেন পোগবা?
ফরাসি মিডফিল্ডার পল পগবা একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে ভারতে কলেজে হিজাব (Hijab Controversy) পরা মেয়েদের হয়রানির শিকার হতে হয়েছে। ভিডিওর নীচে পোগবা লিখেছেন, 'ইসলামই আমার সব।'
হিজাব বিতর্ক কী?
সম্প্রতি বিজেপি (Bharatiya Janata Party) শাসিত কর্ণাটক সরকার রাজ্যে কর্ণাটক শিক্ষা আইন ১৯৮৩-এর ১৩৩ ধারা কার্যকর করেছে। এর আওতায় এখন থেকে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে আসতে হবে। সরকারি, বেসরকারি স্কুলের পাশাপাশি কলেজেও ইউনিফর্ম পরতে হবে। বেসরকারি স্কুলগুলিকেও বলা হয়েছে ইউনিফর্ম তৈরি করতে। জানুয়ারি থেকেই এই বিষয়ে বিতর্ক চলছে। উডুপির একটি সরকারি কলেজ থেকে এই বিতর্ক শুরু হয়েছিল, যেখানে কলেজ প্রশাসনের বারন না মেনে, ৬ ছাত্রী হিজাব পরে কলেজে পৌঁছান। এতেই শুরু হয় বিতর্ক। অন্যান্য কলেজেও এই বিতর্ক ছড়িয়ে পড়ে। ইনেকেই সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
আরও পড়ুন: মেগা অকশনে নজর কাড়লেন কোন দুই স্টার অ্যাঙ্কর? চিনে নিন
আরও পড়ুন: অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
দেশব্যাপি বিতর্ক
বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন জায়গায়। রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশে এই নিয়ে আলোচনা হতে থাকে। বিভিন্ন স্কুল কলেজে এই নিইয়ে বিতর্ক শুরু হয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দল যোগ দেয় এই বিতর্কে। পশ্চিমবঙ্গেও এই বিতর্কের আঁচ পড়ে। এবার দেশের গন্ডি পেরিয়ে বিদেশে পৌঁছে গেল এই বিতর্ক।