Advertisement

IPL Auction 2022: প্রথমবার আইপিএলে ভুটানি ক্রিকেটার, বিশেষ পরামর্শ ধোনির,Video

চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভুটানের এই ক্রিকেটারকে পরামর্শ দিয়েছেন। আর সেই পরামর্শ মাথায় নিয়েই এগিয়ে যেতে চান তিনি। ধোনি মূলত এই ক্রিকেটারকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন। এক সাক্ষাৎকারে দর্জি বলেন, ''আইপিএলে খেলা আমার কাছে স্বপ্নের মত। ভুটানের লোকেরা যখন থেকে আমাকে আইপিএলে নথিভূক্ত হতে দেখেছে তখন থেকেই বিভিন্ন নামে ডাকতে শুরু করেছে। তবে তারা জানে না এটা সবে শুরু। নামগুলো বাছাই হচ্ছে। আমার মনে হয় না এবার আমার নাম আসবে। তবে ভুটানের হয়ে নিলামে অংশ নেওয়াটাই আমাদের দেশের ক্রিকেটের জন্য বিরাট ব্যাপার।

ধোনির সঙ্গে মিকাও দর্জি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2022,
  • अपडेटेड 4:30 PM IST
  • নিলামে নাম ভুটানের ক্রিকেটারের
  • এমএস ধোনির সঙ্গে দেখা করেন দর্জি

আইপিএলের (IPL) মেগা নিলামে যোগ দেবেন ভুটানের ক্রিকেটার মিকিও দর্জি। নিলামের জন্য বিভিন্ন দলের ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ৩১৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে রয়েছেন ভুটানের দর্জি। আসন্ন মেগা নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি। ২২ বছর বয়সী দর্জি প্রথম ক্রিকেটার হিসেবে ভুটানের বাইরে কোন লিগ খেলেছেন। নেপালে গিয়ে এভারেস্ট প্রিমিয়ার লিগের তাঁকে খেলতে দেখা গিয়েছিল। তাঁর দলের নাম ছিল ললিতপুর প্যাট্রিয়টস। তবে আইপিএল এর জন্য নিজের নাম নথিভুক্ত করলেও ১০ দলের মধ্যে কোনও দলে তাঁর সুযোগ পাওয়া যে খুব একটা সহজ নয়, তা ভালো ভাবেই জানেন মিকিও। তিনি যদি এই লিগে সুযোগ পান তবে দেশের জন্য ঐতিহাসিক দিন হতে পারে। আইপিএলে অংশ নেওয়ার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে দেখা করে এসেছেন ভুটানের এই ক্রিকেটার।

আইপিএল-এ খেলা স্বপ্ন দর্জির


চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভুটানের এই ক্রিকেটারকে পরামর্শ দিয়েছেন। আর সেই পরামর্শ মাথায় নিয়েই এগিয়ে যেতে চান তিনি। ধোনি মূলত এই ক্রিকেটারকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন। এক সাক্ষাৎকারে দর্জি বলেন, ''আইপিএলে খেলা আমার কাছে স্বপ্নের মত। ভুটানের লোকেরা যখন থেকে আমাকে আইপিএলে নথিভূক্ত হতে দেখেছে তখন থেকেই বিভিন্ন নামে ডাকতে শুরু করেছে। তবে তারা জানে না এটা সবে শুরু। নামগুলো বাছাই হচ্ছে। আমার মনে হয় না এবার আমার নাম আসবে। তবে ভুটানের হয়ে নিলামে অংশ নেওয়াটাই আমাদের দেশের ক্রিকেটের জন্য বিরাট ব্যাপার।

আরও পড়ুন: কোন কোন ক্রিকেটারকে কিনতে চায় লখনউ, জানালেন গম্ভীর

আরও পড়ুন: আইপিএলে আরসিবির হয়ে খেলবেন 'জুনিয়র ডি ভিলিয়ার্স'?

Advertisement

ধোনির উপদেশ

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে দর্জি জানিয়েছেন মাহি তাকে কী পরামর্শ দিয়েছেন। দর্জি তাঁর পোষ্টটিতে লিখেছেন, 'ধোনি বলেছেন, হাসিমুখে নিজের ফোকাস ঠিক রেখে খেলে যেতে। ফলাফলের ব্যাপারে বেশি ভাবতে বারণ করেছেন। তিনি জানিয়েছেন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে একদিন সাফল্য আসবেই। গোটা ব্যাপারটা উপভোগ করতে বলেছেন আর খুব বেশি চাপ নিতে বারণ করেছেন।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement