Advertisement

T20 World Cup 2022: শামি-চাহার না কি অন্য কেউ? T20 বিশ্বকাপে বুমরার জায়গায় কে?

একের পর এক ক্রিকেটারের চোট চিন্তায় রেখেছে রোহিত শর্মাদের। তবে দলে বেশকিছু পরিবর্তন করার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। ফলে শেষ মুহূর্তে কিছু ক্রিকেটারকে টি২০ বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হতে পারে। 

টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Sep 2022,
  • अपडेटेड 6:51 PM IST
  • কিছুদিনের মধ্যেই বদলি ঘোষণা করতে হবে বোর্ডকে
  • বুমরার চোট নিয়ে সমস্যায় ভারত

অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup) শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি রয়েছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপে ১৬টি দল অংশ নিচ্ছে। ভারত ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করে দিলেও একের পর এক ক্রিকেটারের চোট চিন্তায় রেখেছে রোহিত শর্মাদের (Rohit Sharma)। তবে দলে বেশকিছু পরিবর্তন করার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। ফলে শেষ মুহূর্তে কিছু ক্রিকেটারকে টি২০ বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হতে পারে। 

১. মহম্মদ শামি: ফাস্ট বোলার মহম্মদ শামিকে (Mohammad Shami) বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের মধ্যে বেছে নেওয়া হয়েছিল। কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে অংশ নিতে পারেননি শামি। কিন্তু এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। যা ভারতের জন্য সুসংবাদ। জাসপ্রীত বুমরার জায়গায় সুযোগ পেতে পারেন শামি। অস্ট্রেলিয়ার মাটিতে দলের জন্য কাজে আসতে পারে শামির অভিজ্ঞতা। শামি তাঁর শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের বিশ্বকাপে।

আরও পড়ুন

 

চোট পেয়েছেন বুমরা

২. দীপক চাহার: ফাস্ট বোলার দীপক চাহারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছিল। এশিয়া কাপেও দীপক চাহার স্ট্যান্ডবাই ছিলেন। তবে আভেশ খান অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দলে নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ বল করেন দীপক চাহার। আর্শদীপের পাশাপাশি তিনিও দক্ষিণ আফ্রিকাকে বড়সড় ধাক্কা দেন। দীপক চাহার ব্যাট হাতেও রান করতে পারেন। তাই তাঁকেও দলে নেওয়া হতে পারে।

মহম্মদ শামি এবং দীপক চাহার ছাড়াও উমেশ যাদব এবং শার্দুল ঠাকুরও ভাল বিকল্প হতে পারেন। মহম্মদ শামির কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর উমেশ যাদবকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দলে নির্বাচিত করা হয়েছিল। উমেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে তিনি দুটি উইকেট নিয়েছিলেন। 

Advertisement

দলে আসতে পারেন মহম্মদ সিরাজও

শার্দুল ঠাকুর ভারত-এর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং নিউজিল্যান্ড-এ-এর বিরুদ্ধে অলরাউন্ডার হিসেবে দারুণ পারফর্ম করেছিলেন। শার্দুল তিন ম্যাচে ২৪.৫০ গড়ে চার উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, ব্যাট হাতে তৃতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করেন তিনি। এ ছাড়া মহম্মদ সিরাজও দারুণ বিকল্প হতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বা টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরাজ ভারতকে দারুণ জয় এনে দেন, যা এখনও ভারতীয় ভক্তদের মনে দাগ কেটে রয়েছে।

Read more!
Advertisement
Advertisement