শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) একদিনের সিরিজে খেলতে নামার আগে গাড়ির ছবি শেয়ার করলেন ভারতীয় দলের (Team India) পেস বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর শেয়ার করা ছবি দেখে আঁতকে উঠলেন ভারতের ক্রিকেট ফ্যানরা। টিম ইন্ডিয়ার তারকাকে আস্তে গাড়ি চলানোর পরামর্শ দিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় জাগুয়ারের এফ-টাইপ স্পোর্টস কারের ছবি শেয়ার করেন শামি। মহম্মদ শামির এই ছবি ভাইরাল হলে, তাঁকে ঋষভ পন্তের (Rishabh Pant) কথা মনে করিয়ে দেন ফ্যানরা। কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
ঘটনাচক্রে, দুর্ঘটনার সময় গাড়ি নিজেই চালাচ্ছিলেন পন্ত। ভোর রাতে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। উল্টে যাওয়া গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন ভারতের উইকেটকিপার ব্যাটার। এরপর তাঁর গাড়িতে আগুনও ধরে যায়। ঠিক সময় বেরিয়ে আসতে না পারলে সমস্যা আরও বাড়তে পারত।
ভক্তরা ভারতীয় দলের পেসারকে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন। দীর্ঘ ৬ মাস পর ভারতীয় দলে ফিরছেন শামি। শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে, প্রায় ৬ মাস পর তিনি দলে ফিরছেন। ১০ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় দলে কামব্যাক করছেন বাংলার পেসার।
ওডিআই সিরিজের সময়সূচী:
১০ জানুয়ারি - প্রথম একদিনের ম্যাচ, গুয়াহাটি, দুপুর ১.৩০
১২ জানুয়ারী - দ্বিতীয় একদিনের ম্যাচ, কলকাতা, দুপুর ১.৩০
১৫ জানুয়ারী - তৃতীয় একদিনের ম্যাচ, তিরুবনন্তপুরম, দুপুর ১.৩০
ওডিআই সিরিজের জন্য উভয় দলের স্কোয়াড
টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শুভমান গিল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।
শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), নুওয়ানিদু ফার্নান্দো, আবিষ্কা ফার্নান্দো, আশেন বান্দারা, পথুম নিসাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসলাঙ্কা, চামিকা করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা (উইকেটরক্ষক), মাদুসদন, দুয়ান, মাদ্রাসা। ভেলালেজ, জেফরি ওয়েন্ডারসে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং মহেশ শার্প।