Advertisement

Mohammed Shami Hasin Jahan: লড়াই জিতলেন হাসিন, শামিকে বড় অঙ্কের খোরপোশ দেওয়ার নির্দেশ কোর্টের

দীর্ঘ পাঁচ বছরের লড়াই জিতলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে। সোমবার এমনই নির্দেশ দিল আলিপুর আদালত।

হাসিন জাহান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2023,
  • अपडेटेड 8:06 PM IST
  • খোরপোশ দেওয়ার নির্দেশ আদালতের
  • মামলায় জিতলেন হাসিন

দীর্ঘ পাঁচ বছরের লড়াই জিতলেন মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার (Team India) মহম্মদ শামিকে (Mihammed Shami Hasin Jahan Marriage)। সোমবার এমনই নির্দেশ দিল আলিপুর আদালত।

দীর্ঘ পাঁচ বছরের লড়াই জিতলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে। সোমবার এমনই নির্দেশ দিল আলিপুর আদালত। 

আরও পড়ুন: প্রেমে পড়লেন মহম্মদ শামির স্ত্রী হাসিন? নতুন রিলে শুরু জল্পনা 

২০১৮ সালে শামির কাছ থেকে খোরপোশ হিসেবে সাত লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন। মেয়ের পড়াশোনার খরচ চালাতে আরও ৩ লক্ষ টাকা চেয়েছিলেন হাসিন। প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। ফলে এতদিন ভারতের ফাস্ট বোলারকে কোনও খোরপোশ দিতে হত না। এরপর ফের আদালতে আবেদন করেন মডেল-অভিনেত্রী হাসিন। দীর্ঘদিন লড়াই চালানোর পরে অবশেষে জয় পেলেন হাসিন। আলিপুর আদালতের দেওয়া নির্দেশে বলা হয়েছে, 'খোরপোশ বাবদ ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। পাশাপাশি মেয়ের জন্য আরও ৫০ হাজার টাকা দিতে হবে তাঁকে। মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রতি মাসে দিতে হবে শামিকে।

মহম্মদ শামি ও হাসিন জাহান

আদালতে দাঁড়িয়ে হাসিনের আইনজীবী জানান, শামি এক বছরে অন্তত সাত কোটি ১৯ লক্ষ টাকা রোজগার করেন। অন্যদিকে হাসিনের আয় সে তুলনয়ায় অনেকটাই কম। জীবনযাত্রার মান ধরে রাখা এবং মেয়ের পড়াশুনোর খরচও রয়েছে। তাই মোটা টাকা খোরপোশ দেওয়া উচিত শামির। সেই মামলা শুনে এদিন এমন রায় দিল আলিপুর আদালত। 

Advertisement
হাসিন জাহান

মামলায় জিতে খুশি হাসিন। bangla.aajtak.in-কে ফোনে বলেন, 'পাঁচ বছর ধরে মামলা লড়েছি। প্রথমে খোরপোশ না পেলেও পরে তা আদালত দিয়েছেন। এতে আমি খুশি। তবে টাকার পরিমান আরও বাড়তে পারত। আসলে মেয়ের ভবিষ্যৎ রয়েছে। আমার আয় বলতে কিছুই নেই। তাই আবেদন করেছিলাম। তবে এই টাকাতেও আমি খুশি নই। আমি উচ্চতর আদালতে আবেদন করব।' যদিও এই মামলার ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি শামি।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement