Advertisement

Mohammed Shami: শামির সঠিক নামটাও জানত না CAB, KKR-এর প্রতিবাদেই নাম বদল?

মহম্মদ শামির (Mohammed Shami) নাম ভুল লিখত ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল (CAB)! এমনটাই জানালেন কেকেআর-এর (Kolkata Knight Riders) এক সময়ের কর্তা জয় ভট্টাচার্য। তাঁর দাবি কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেই উদ্যোগ নিয়েই তাঁর নাম ঠিক করা হয়।

মহম্মদ শামি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2023,
  • अपडेटेड 10:24 AM IST
  • kkr-এ খেলার সময় নাম বদল হয় শামির
  • শামির নাম ভুল লিখত CAB

মহম্মদ শামির (Mohammed Shami) নাম ভুল লিখত ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল (CAB)! এমনটাই জানালেন কেকেআর-এর (Kolkata Knight Riders) এক সময়ের কর্তা জয় ভট্টাচার্য। তাঁর দাবি কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেই উদ্যোগ নিয়েই তাঁর নাম ঠিক করা হয়। 


ভুল নাম নিয়েই বাংলা দলে দিনের পর দিন খেলে গিয়েছেন শামি! তবুও তিনি কোনও প্রতিবাদ করেননি। জানাননি কোনও কর্তাকে। আইপিএল-এ দারুণ পারফর্মেন্সের জেরে জিতেছেন বেগুনি টুপি। তাই শুভমন গিলের পাশাপাশি গুজরাতের পরপর দুইবার ফাইনালে যাওয়ার পেছনে শামির অবদান কম নয়। তবে সেবার কেকেআর-এর হয়ে খেলার সময় এই গলদ নজরে আসে। এমনটাই দাবি জয়ের। ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে জয় বলেন, ‘সিএসবিতে ওঁকে একটা সময়ে শামি আহমেদ বলে ডাকা হত। কারণ সিএবির কয়েকজন করণিক এতটাই কুঁড়ে ছিলেন যে ভুল করার পরেও শামির নাম সংশোধনের কোনও উদ্যোগ দেখাননি।‘ 

আরও পড়ুন: রবি শাস্ত্রীকে স্যুইমিং পুলে ফেলেছিলেন পাক ক্রিকেটাররা, কেন জানেন?

তিনি আরও বলেন, ‘আমি প্রথম এই ব্যাপারটা নিয়ে আপত্তি জানাই। সিএবি-তে গিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। এটা কী হচ্ছে? আমি বুঝিয়ে বলি, ওঁর নাম মোটেও শামি আহমেদ নয়। তারপরেই ওঁর নাম শামি আহমেদ পাল্টে মহম্মদ শামি করা হয়। শামি এতটাই নম্র যে নিজের নাম ভুল হওয়া সত্ত্বেও তা সংশোধনের কথা বলেননি।‘

আরও পড়ুন: কেন পরের মরশুমেও খেলতে চান ধোনি? জেনে নিন এই ৩ কারণ

জয় বলেন, ‘সকলেই জানত, ও কতটা বড় তারকা। বাংলার হয়েও ও খেলে। তা সত্ত্বেও ওঁর নাম কেন বদলানো হল না? কেকেআর অভিযোগ জানানোর পরেই একমাত্র নাম বদলানো হয়। এটা তো যে কেউ করতে পারত! এভাবেই শামি আহমেদ শেষমেশ মহম্মদ শামি হয়ে ওঠে।”   

Advertisement


তবে এটা তো মারাত্মক ভুল। শাহরুখ খানের কেকেআর ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর ছিলেন জয় ভট্টাচার্য। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত কেকেআরে খেলতেন মহম্মদ শামি। সেই সময়ের কথাই তুলে ধরেন জয়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement