Advertisement

Mohun Bagan, Debasish Dutta: 'মোহনবাগান ক্যান্টিনে চা-ঘুগনি খান', নাম না করে ইস্টবেঙ্গলের 'পানশালা'-কে খোঁচা দেবাশিস দত্তর ?

Mohun Bagan, Debasish Dutta: ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে, রবিবার উদ্বোধন হল আধুনিক মেম্বারস লাউঞ্জ এবং পানশালার। আর এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের সচিব দেবাশিস দত্ত (Debasish Dutta)।

'মোহনবাগান ক্যান্টিনে চা-ঘুগনি খান', নাম না করে ইস্টবেঙ্গলের 'পানশালা'-কে খোঁচা দেবাশিস দত্তর ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2023,
  • अपडेटेड 3:53 PM IST
  • ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে, রবিবার উদ্বোধন হল আধুনিক মেম্বারস লাউঞ্জ এবং পানশালার।
  • এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের সচিব দেবাশিস দত্ত (Debasish Dutta)।

Mohun Bagan, Debasish Dutta: ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে, রবিবার উদ্বোধন হল আধুনিক মেম্বারস লাউঞ্জ এবং পানশালার। আর এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের সচিব দেবাশিস দত্ত (Debasish Dutta)। 

প্রসঙ্গত, এই লাউঞ্জে নানারকম সুস্বাদু খাবারের সঙ্গেই থাকছে মদ্যপানের সুযোগও। ইতিমধ্যেই, এই বিষয়টি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এবার এই প্রসঙ্গে, টিপ্পনি কাটতে ছাড়লেন না সবুজ মেরুন ক্লাবের সচিবও। 

যদিও বিদেশে এইরকম অনেক উদাহরণই রয়েছে। কিন্তু ময়দানের ক্লাব ক্যান্টিনের নস্টালজিয়া, কলকাতা ময়দানের খুব পরিচিত একটি বিষয়। তবে এই আধুনিকতার মোড়কে, মেম্বারস লাউঞ্জ এবং পানশালা যেন একটি নতুন অধ্যায়। কলকাতার তিন প্রধানের মধ্যে, এই প্রথম এই পথে হাঁটল ইস্টবেঙ্গল। এই বিষয়টি নিয়ে ভালো এবং খারাপ সবরকমের মন্তব্যই উড়ে আসতে শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়েই এবার, লাল হলুদকে বিঁধলেন মোহনবাগান সচিব।  

আরও পড়ুন: ‘সমস্যা হচ্ছে স্পনসরদের নিয়ে,’ ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে ইমামিকে হুঁশিয়ারি অরূপের

হাওড়ার সাঁতরাগাছিতে, একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইস্টবেঙ্গলের এই লাউঞ্জ নিয়ে মন্তব্য করেন দেবাশিস দত্ত। বলা যেতে পারে, শুধু মাঠের ভিতরে নয়। মাঠের বাইরের লড়াইতেও মুখোমুখি দুই দল। সেই অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখার সময় দেবাশিস দত্ত বলেন, ‘সদস্য, সমর্থকরা এসে খেলা দেখুক। আমাদের ক্লাবের ক্যান্টিনের স্টু খান, ঘুগনি খান, চা খান। তাই নিয়ে আনন্দ করে খেলা দেখুন, অন্য কিছু খাওয়ার দরকার নেই।‘ তাঁর এই বক্তব্যের পরেই, হাততালি দিয়ে সমর্থন জানান সেই অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। 

ফলে বোঝাই যাচ্ছে যে, ইস্টবেঙ্গলের এই মেম্বারস লাউঞ্জ এবং পানশালা নিয়ে ময়দানের অন্দরেই জোর আলোচনা। ইস্টবেঙ্গল সদস্য এবং সমর্থকরা তো ছিলেনই। এবার এই নিয়ে আসরে নামলেন বিপক্ষ ক্লাবের সচিবও। সবমিলিয়ে মরশুম শুরুর আগে, এ এক অন্য লড়াই। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement