Advertisement

Mohun Bagan: 'ভোটে না জিতে ক্লাব প্রশাসনে আসা অনুচিত', কুণালকে নিশানা প্রসূনের ?

মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose) সবুজ-মেরুনের এক্সসিকিউটিভ কমিটিতে না থাকা নিয়েও নিজের ক্ষোভ গোপন করেননি প্রসূন। বুধবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এসে প্রসূন বলেন, ''সৃঞ্জয় নিজে থেকে তাঁর পদ ছেড়েছেন নাকি তাঁকে বাধ্য করা হয়েছে তা স্পষ্ট নয়। সৃঞ্জয় বা ওর বাবা মোহনবাগানের জন্য যা করেছেন তা ভোলার নয়। সৃঞ্জয় খুব খাটে ক্লাবের জন্য।''

প্রসূন ব্যানার্জী প্রসূন ব্যানার্জী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2022,
  • अपडेटेड 8:54 PM IST
  • মোহনবাগানের নির্বাচন নিয়ে ক্ষোভ প্রসুনের
  • সভাপতির অনুমতি নিয়ে এজিএম করা উচিত ছিল

ক্লাব প্রসাশনে রাজনৈতিক ব্যক্তিদের আসা উচিত নয়। ভোটে জিতে আসলে সমস্যা নেই। এমনটাই মনে করেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দোপাধ্যায় (Prasun Banerjee)। নাম না করলেও কাকে ইঙ্গিত করতে চাইলেন প্রসূন? মোহনবাগানের (Mohun Bagan AC) নির্বাচনে অংশ নেননি কুণাল ঘোষ (Kunal Ghosh)। পরে তাঁকে সহ সভাপতির পদে বসান হয়েছে কো-অপ্ট সদস্য হিসেবে। প্রসূনের নিশানায় কি এবার তৃণমূলের (Trinomool Congress) মুখপাত্র কুণাল? প্রসূন বলেন, ''যারা ভোটে জিতে এসেছেন তাদের নিয়ে সমস্যা নেই। তাঁদের আপনি কী করে বাদ দেবেন? তবে রাজনীতিবিদদের ক্লাব প্রসাশনে না আসাই ভাল।''  

মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose) সবুজ-মেরুনের এক্সসিকিউটিভ কমিটিতে না থাকা নিয়েও নিজের ক্ষোভ গোপন করেননি প্রসূন। বুধবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এসে প্রসূন বলেন, ''সৃঞ্জয় নিজে থেকে তাঁর পদ ছেড়েছেন নাকি তাঁকে বাধ্য করা হয়েছে তা স্পষ্ট নয়। সৃঞ্জয় বা ওর বাবা মোহনবাগানের জন্য যা করেছেন তা ভোলার নয়। সৃঞ্জয় খুব খাটে ক্লাবের জন্য।''

কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া এজিএম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রসূন। এখনও অবধি নব নির্বাচিত কমিটি, সভাপতির নাম ঘোষণা করতে পারেনি। তবে এজিএম সভাপতি ঠিক করে তাঁর পরামর্শ নিয়েই করা উচিত ছিল বলে মনে করেন প্রাক্তন ফুটবলার। তিনি বলেন, ''মোহনবাগান আমার কাছে মায়ের মত। এক মা আমায় জন্ম দিয়েছিলেন। আর তার পরেই মোহনবাগান। এখানে যা হচ্ছে তা নিয়ে আমি লজ্জিত। দুঃখ লাগে। কে আছে, কে নেই সেটা বড় কথা নয়। আমরা মোহনবাগান জার্সি পরে খেলেছি। মোহনবাগানের সঙ্গে থাকতে পারলে গর্ব হয়।''

আরও পড়ুন

সাংবাদিকদের প্রশ্নে উঠে এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাই বাবুন ব্যানার্জীর (Babun Banerjee) প্রসঙ্গ। তবে তা নিয়ে কোনও সমস্যা নেই বলেই মনে করেন প্রসূন। তিনি বলেন, ''কে কার ভাই, কে কার বোন, তা নিয়ে ভাবার কিছু নেই। উনিও ভোটে জিতে এসেছেন। তাঁকে বাদ দেওয়া যাবে না।''     

Advertisement
Read more!
Advertisement
Advertisement