Advertisement

Mohun Bagan: আবারও মোহনবাগানে সই হাবাসের, কোন দায়িত্ব সামলাবেন?

আবারও মোহনবাগানে ফিরলেন আন্তোনিও লোপেজ হাবাস। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন সবুজ-মেরুনের এই প্রাক্তন কোচ। বছর দুইয়েক আগেই হঠাৎ তাঁকে এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরে যেতে হয়েছিল। তাঁর জায়গায় কোচ করা হয়েছিল জুয়ান ফেরান্দোকে। এবার ফের মোহনবাগানের দায়িত্ব নিচ্ছেন তিনি।

মোহনবাগানে ফিরলেন হাবাসমোহনবাগানে ফিরলেন হাবাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2023,
  • अपडेटेड 3:38 PM IST

আবারও মোহনবাগানে ফিরলেন আন্তোনিও লোপেজ হাবাস। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন সবুজ-মেরুনের এই প্রাক্তন কোচ। বছর দুইয়েক আগেই হঠাৎ তাঁকে এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরে যেতে হয়েছিল। তাঁর জায়গায় কোচ করা হয়েছিল জুয়ান ফেরান্দোকে। এবার ফের মোহনবাগানের দায়িত্ব নিচ্ছেন তিনি।


এই সপ্তাহেই ফেরান্দোর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান। তারপর শুক্রবারের ঘোষণা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পরামর্শদাতা হিসাবে দলের স্ট্র্যাটেজি তৈরি থেকে টেকনিক্যাল বিভাগকে সাহায্য করবেন তিনি। হাবাস ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম একজন সফল কোচ। আগেও তাঁর মোহনবাগানে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি অনেকদিন ধরেই দলের ইয়ুথ সিস্টেম আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোহনবাগান। 

আরও পড়ুন

সবুজ-মেরুনের সাপ্লাই লাইন বাড়ানোর জন্য জোর দিয়েছেন ক্লাব কর্তারা। আর এবার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। ডেভেলপমেন্ট দল কলকাতা লিগে খেলার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। মোহনবাগানের সমস্ত বয়সভিত্তিক দলকে পর্যবেক্ষণ করে সিনিয়র দলের জন্য রণকৌশল তৈরিতে ফেরান্দোকে সাহায্য করবেন তিনি।


দুই জন দুই ধরনের কোচ। কীভাবে একসঙ্গে কাজ করবেন দুই তারকা কোচ? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু আরও ভালো কিছু করে দেখাতে আশাবাদী। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত হাবাস। তিনি বলেন,"আমি সম্মানিত ও খুশি এটা ভেবে যে, দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আমাকে আবার কলকাতায় কাজ করার জন্য নির্বাচিত করেছেন। কোচিং জীবনের সেরা সময়টা কলকাতায় কেটেছে। এখানকার ফুটবলপ্রেমী মানুষ যেভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন তা ভোলার নয়। এবার আমি মোহনবাগান সুপার জায়ান্টসের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যোগ দিচ্ছি। মোহনবাগানের ফুটবল স্ট্র্যাটেজি থেকে উন্নতির জন্য ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কাজ করব।"

Advertisement

Read more!
Advertisement
Advertisement