Advertisement

Mohun Bagan Transfer Update: সাদিকুকে ছেঁটে ফেলছে মোহনবাগান? বিরক্ত টিম ম্যানেজমেন্ট

আর্মান্দো সাদিকুকে (Arnamdo Sadiku) কি ছেঁটে ফেলবে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)? ২০২৩-২৪ মরসুম এখনও শেষ হয়নি মোহনবাগানের লিগ শিল্ড জেতার পর, এবার আইএসএল (ISL 2024) ট্রফি জেতার লড়াইয়ে দারুণভাবে রয়েছে সবুজ-মেরুন ক্লাব। তবে তার মধ্যেই কেন এমন গুঞ্জন? তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন মোহনবাগান সমর্থকরা। সাদিকুকে নিয়ে খুশি নন দলের হেড কোচ আন্তনিও লোপেজ হাবাস। এমনটাই সূত্রের খবর। 

আর্মান্দো সাদিকু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2024,
  • अपडेटेड 5:44 PM IST

আর্মান্দো সাদিকুকে (Arnamdo Sadiku) কি ছেঁটে ফেলবে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)? ২০২৩-২৪ মরসুম এখনও শেষ হয়নি মোহনবাগানের লিগ শিল্ড জেতার পর, এবার আইএসএল (ISL 2024) ট্রফি জেতার লড়াইয়ে দারুণভাবে রয়েছে সবুজ-মেরুন ক্লাব। তবে তার মধ্যেই কেন এমন গুঞ্জন? তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন মোহনবাগান সমর্থকরা। সাদিকুকে নিয়ে খুশি নন দলের হেড কোচ আন্তনিও লোপেজ হাবাস। এমনটাই সূত্রের খবর। 

কেন ছাঁটাই হতে পারেন সাদিকু?
ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশার বিরুদ্ধে ম্যাচে সাদিকু লাল কার্ড দেখেন। এমন সময় তিনি সেই কার্ড দেখেন, যা মোহনবাগানকে রীতিমত বিপদে ফেলে দেয়। সেই সময় ১-২ গোলে পিছিয়ে ছিল সবুজ-মেরুন। এর মধ্যেই ১০ জনে খেলতে হওয়ায় বিপদ আরও বাড়তে পারত। প্রথম লেগে আরও বেশি গোল খেয়ে গেলে ফিরে আসার লড়াই আরও কঠিন হয়ে যেত মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষে। শুধু তাই নয়, যে ভাবে সাদিকু কার্ড দেখেছেন তাও ভাল চোখে দেখছে না মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

মোহনবাগান দলে যোগ দেওয়ার পর থেকে এই মরসুমে সেভাবে জ্বলে উঠতে পারেননি সাদিকু। ২২ ম্যাচ খেলে তাঁর গোল আটটি। অর্থাৎ ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়েছে এই আলবেনিয়ার স্ট্রাইকারের। দল ফাইনালে উঠলে তাঁকে খেলানো হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এমনটাই সূত্রের খবর। 

এদিকে রবিবারের ম্যাচে অন্তত ২ গোল দিতে হবে মোহনবাগানকে। তবেই তারা পৌঁছতে পারবে ফাইনালে। কারণ, অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হেরেছে সবুজ-মেরুন। লিগ শিল্ড জেতার পরে হাবাস বাহিনীর লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আর সেই স্বপ্নে কিছুটা হলেও বাধা সৃষ্টি করেছে অ্যাওয়ে ম্যাচের ফল। তবে সেই বাধা উপড়ে তৃতীয়বার ভারতসেরা হওয়ার লড়াইয়ে নামছে মোহনবাগান। সূত্রের খবর, দল পিছিয়ে থাকলেও টিকিটের চাহিদা কমেনি এতটুকুও। মোহনবাগান সুপার জায়েন্ট কর্তারা বেশ চাপে এই টিকিটের জোগান দিতে গিয়ে।                

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement