Advertisement

Mohun Bagan Transfer News: ২ লেফট ব্যাককে অফার করতে পারে মোহনবাগান, কারা?

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ডিফেন্স গুছিয়ে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট। আনোয়ার আলি চোট পাওয়ায় সেন্ট্রাল ডিফেন্সে দুই বিদেশি ফুটবলার খেলাতে হচ্ছে। ফলে দলের ভারসাম্য নষ্ট হচ্ছে। ক্যাপ্টেন শুভাশিস বসু লেফট ব্যাক হলেও, এই লম্বা মরশুমে একা তিনি কতদিন সার্ভিস দিতে পারবেন তা বলা মুশকিল। আর সেই কারণেই বিকল্প ফুটবলারের খোঁজে মোহনবাগান। 

সেভিয়ার গামা ও আকাশ সাঙ্গওয়ান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2023,
  • अपडेटेड 9:40 AM IST

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ডিফেন্স গুছিয়ে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট। আনোয়ার আলি চোট পাওয়ায় সেন্ট্রাল ডিফেন্সে দুই বিদেশি ফুটবলার খেলাতে হচ্ছে। ফলে দলের ভারসাম্য নষ্ট হচ্ছে। ক্যাপ্টেন শুভাশিস বসু লেফট ব্যাক হলেও, এই লম্বা মরশুমে একা তিনি কতদিন সার্ভিস দিতে পারবেন তা বলা মুশকিল। আর সেই কারণেই বিকল্প ফুটবলারের খোঁজে মোহনবাগান। 

কেমন ফুটবলার চাইছে মোহনবাগান?
আই লিগ শুরু হয়ে গিয়েছে। ফলে যারা আইএসএল-এ খেলার সুযোগ পাচ্ছেন না তারা আই লিগের নানা ক্লাবেও সই করে ফেলেছেন। ফলে ভাল মানের ভারতীয় লেফট ব্যাক পেতে সমস্যা হচ্ছে সবুজ-মেরুনের। ফলে আইএসএল-এ যে সমস্ত ফুটবলাররা বিভিন্ন দলে খেলার সুযোগ পাচ্ছেন না তাদেরকেই টার্গেট করতে পারে মোহনবাগান। সে দিক থেকে তাদের লেফট ব্যাক খুঁজতে কিছুটা সুবিধা হতে পারে। তবে সবটাই নির্ভর করছে কোচ জুয়ান ফেরান্দো ও টিম ম্যানেজমেন্টের উপর। যে সমস্ত ফুটবলাররা তাঁদের খেলার ধরনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন তাদেরকেই সই করাতে চাইছে মোহনবাগান। 

কারা সই করতে পারেন?
শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দুই ফুটবলারকে টার্গেট করতে পারে মোহনবাগান। একজন চেন্নাইয়েন এফসি-র লেফট ব্যাক আকাশ সাঙ্গওয়ান আর আরেকজন এফসি গোয়ার সেভিয়ার গামা। আকাশ পঞ্জাব এফসি থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এরপর চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগ জিতেছেন। ২০২০ সালের ট্রান্সফার উইন্ডোতে তাঁকে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি সই করায়। গত মরশুমে তিনি সই করেন চেন্নাইয়েনে। এই মরশুমে এখনও আইএসএল ও ডুরান্ড কাপ মিলিয়ে ৯টা ম্যাচ খেলেছেন তিনি। ২০২৪-এই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে চেন্নাইয়েনের। সেক্ষেত্রে ছয় মাসের জন্য তাঁকে লোনে নিতে পারে মোহনবাগান।

অন্যদিকে সেভিয়ার গামাও ভারতীয় ফুটবলে বেশ পরিচিত নাম। এফসি গোয়ার অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার এই মরশুমে খেলেছেন ৬টি ম্যাচ। তাঁর সঙ্গেও ২০২৪ অবধি চুক্তি রয়েছে গোয়ার। তবে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না। তাঁকে টার্গেট করতে পারে মোহনবাগান।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement