Advertisement

Mohun Bagan Super Giant: রবিবার থেকেই প্র্যাক্টিস শুরু মোহনবাগানের, কলকাতা লিগে কোচ কে?

দলবদলের বাজারে ঝড় তুলেছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants)। নতুন মরশুমে আরও শক্তিশালী দল গোছানোর কাজে মরিয়া প্রয়াস চালাচ্ছে সবুজ-মেরুন। এবারের আইএসএল-এ (ISL 2023) ভালো ফল করতে মরিয়া গতবারের চ্যাম্পিয়নরা। তবে আইএসএল-এ নামার আগে কলকাতা লিগে (Kolkata League) ভালো ফল করতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan)।

মোহনবাগান দলমোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2023,
  • अपडेटेड 5:42 PM IST
  • রবিবার কলকাতা লিগের জন্য প্র্যাক্টিসে শুরু মোহনবাগানের
  • কলকাতা লিগে খেলবে ডেলপমেমট লিগের দল

দলবদলের বাজারে ঝড় তুলেছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants)। নতুন মরশুমে আরও শক্তিশালী দল গোছানোর কাজে মরিয়া প্রয়াস চালাচ্ছে সবুজ-মেরুন। এবারের আইএসএল-এ (ISL 2023) ভালো ফল করতে মরিয়া গতবারের চ্যাম্পিয়নরা। তবে আইএসএল-এ নামার আগে কলকাতা লিগে (Kolkata League) ভালো ফল করতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan)।


দল গঠনের সঙ্গে সঙ্গেই কলকাতা লিগে খেলার ব্যাপারেও তৎপরতা শুরু করে দিচ্ছে মোহনবাগান। আগামী ১১ জুন থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপারজায়ান্টস। কোচ হিসেবে দায়িত্ব থাকবেন না জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তাঁর জায়গায় সহকারি কোচ বাস্তব রায়কেই দায়িত্ব দেওয়া হচ্ছে। ২৫ জুন থেকে কলকাতা প্রিমিয়ার লিগের খেলা শুরু। প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন। রবিবার থেকেই অনুশীলনে নামছে মোহনবাগান। ডেভলপমেন্ট লিগে যে দল খেলেছিল তারাই সবুজ মেরুন জার্সিতে কলকাতা লিগে অংশ নেবে। ডার্বি এবং গুরুত্বপূর্ন ম্যাচে কোচ সিনিয়র দলের কয়েকজনকে খেলাবে। 

আরও পড়ুন


সূত্রের খবর ইতিমধ্যেই বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার জেসন কামিন্স। শোনা যাচ্ছে, কামিন্সের ক্লাব ওয়েস্ট কোস্ট মেরিনার্সের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা প্রায় চূড়ান্ত। সমস্ত কিছু ঠিক থাকলে স্ট্রাইকার সমস্যা মেটাতে প্রচুর টাকা খরচ করে মেসিদের বিরুদ্ধে খেলা এই ফুটবলারকে সই করাতে পারে মোহনবাগান। যদিও এখনও অবধি কোনও ট্রান্সফারের ব্যাপারেই সরকারি কোনও ঘোষণা হয়নি। এর মধ্যেই হরমিপামকে দলে নিলে মোহনবাগান যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়।


তবে কামিন্সকে দলে নিতে গিয়েও প্রচুর টাকা খরচ করতে হয়েছে সবুজ-মেরুন শিবিরকে। আর এর সঙ্গে হরমিপাম যুক্ত হলে আরও অনেক টাকা খরচ হয়ে যাবে মোহনবাগানের। এর মাঝেই শোনা যাচ্ছে প্রীতম কোটালকে দলে নিতে দারুণ প্রস্তাব পাঠিয়েছে কেরল ব্লাস্টার্স। ট্রান্সফার ফি দিয়েই তরুণ স্টপার হরমিপাম রুইভাকে (Hormipam Ruivah) সই করাতে চাইছে সবুজ-মেরুন। আর সেই জন্যই সোয়াপ ডিলে হরমিপামকে নেওয়ার আগে ভাবছে মোহনবাগান।  

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement