Advertisement

Apuia Ralte Mohun Bagan: আপুইয়াকে নিতে ঠিক কত খরচ হয়েছে মোহনবাগানের? অনেক গুজব রটছে, আসল অঙ্কটা হল...

মোহনবাগান সুপার জায়েন্টে (Mohun Bagan Super Giant) সই করতেই শহরে আপুইয়া রালতে (Apuia Ralte)? সবটাই এখনই নিশ্চিত করে বলার মতো জায়গায় নেই। সোমবার ভোরে কলকাতায় এই মিডফিল্ডার চলে আসায় তাঁর সই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে সূত্রের খবর এখনও কাগজপত্র সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। রয়েছে কিছুটা দর কষাকষির ব্যাপারও। সেই সমস্ত সমস্যা মেটাতেই কলকাতায় এসেছেন আপুইয়া। তবে মোহনবাগান যে তাঁকে প্রায় নিশ্চিত করে ফেলেছে তা বলাই যায়। আপুইয়াকে ধরে রাখতে চেয়েছিল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। দলে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গলও (East Bengal)। তবে তাদের টেক্কা দিয়ে আপুইয়াকে সই করানোর পথে সবুজ-মেরুন। তবে এর মধ্যেই প্রশ্ন, মোহনবাগানে সই করলে ঠিক কত টাকা পাবেন আপুইয়া?

আপুইয়া রালতে
জাগৃক দে
  • কলকাতা,
  • 24 Jun 2024,
  • अपडेटेड 10:29 AM IST

মোহনবাগান সুপার জায়েন্টে (Mohun Bagan Super Giant) সই করতেই শহরে আপুইয়া রালতে (Apuia Ralte)? সবটাই এখনই নিশ্চিত করে বলার মতো জায়গায় নেই। সোমবার ভোরে কলকাতায় এই মিডফিল্ডার চলে আসায় তাঁর সই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে সূত্রের খবর এখনও কাগজপত্র সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। রয়েছে কিছুটা দর কষাকষির ব্যাপারও। সেই সমস্ত সমস্যা মেটাতেই কলকাতায় এসেছেন আপুইয়া। তবে মোহনবাগান যে তাঁকে প্রায় নিশ্চিত করে ফেলেছে তা বলাই যায়। আপুইয়াকে ধরে রাখতে চেয়েছিল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। দলে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গলও (East Bengal)। তবে তাদের টেক্কা দিয়ে আপুইয়াকে সই করানোর পথে সবুজ-মেরুন। তবে এর মধ্যেই প্রশ্ন, মোহনবাগানে সই করলে ঠিক কত টাকা পাবেন আপুইয়া?

কত টাকা খরচ করছে মোহনবাগান?
মোহনবাগান আপূইয়াকে সই করানোর ক্ষেত্রে ভাল টাকাই খরচ করছে। তবে টাকার যে পরিমাণ বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে তার থেকে অনেকটাই কম খরচে এই মিডফিল্ডারকে সই করাতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। আপুইয়াকে ট্রান্সফার দিয়ে সই করাতে হচ্ছে মোহনবাগানকে। সেক্ষেত্রে খরচ পড়ছে ১ কোটি টাকার আশেপাশে। এই দর নিয়েই কিছুটা জটিলতা রয়েছে মোহনবাগান ও মুম্বইয়ের মধ্যে। তবে তা কেটে যাবে বলেই আশাবাদী সবুজ-মেরুন ব্রিগেড। আর স্যালারি হিসেবে প্রতি বছর ১ কোটি টাকা পাবেন আপুইয়া। পাঁচ বছরের চুক্তি থাকায় মোট পাঁচ কোটি টাকা স্যালারি হিসেবে পাবেন আপুইয়া। আর ট্রান্সফার ফি ১ কোটি। অর্থাৎ পাঁচ বছরের জন্য মোট য় কোটি টাকার আশেপাশে খরচ হচ্ছে মোহনবাগানের।

আপুইয়ার সই নিয়ে ইস্টবেঙ্গলকে কটাক্ষ মোহনবাগান সচিবের   


আপুয়াকে সই করানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিল লাল-হলুদও। নাম না করে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে খোঁচা দিতে ছাড়েননি মোহনবাগানচিব দেবাশিস দত্ত। এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেবাশিস বলেন, 'কলকাতার ও এক ক্লাব আমাদের থেকেও বেশি টাকা দিয়ে আপুইয়াকে নিতে চেয়েছিল। পারেনি। এখন ভারতীয় ফুটবলে দু'টোই বড় দল। একটা মোহনবাগান অন্যটা মুম্বই। এ ছাড়া কেউ নেই। সবাই মোহনবাগানে খেলতে চায়।' গত মরসুমে দারুণ খেলেছেন আপুইয়া। তাই তাঁকে দলে নিতে কার্পণ্য করেনি সবুজ-মেরুন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement