Advertisement

Mohun Bagan Supporter: 'ইসকা নাম হ্যায় মোহনবাগান,' VIRAL রাজঋষির জন্য ক্লাবের তরফে স্পেশাল গিফট

ডার্বি ম্যাচের দিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় ১-২ গোলে পিছিয়ে থাকা মোহনবাগানের খুদে সমর্থক গোল শোধের জন্য প্রার্থনা করছে। দিমিত্রি পেত্রাতোস গোল দিতেই আবেগে ভেসে যায় সে। কাঁদতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মোহনবাগান সুপার জায়েন্ট। শুধু তাই নয়, সবুজ-মেরুনের পক্ষ থেকে এবার বিশেষ পুরস্কার পাচ্ছে বাগুইআটির রাজঋষি।

রাজঋষির জন্য গিফট মোহনবাগানের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2024,
  • अपडेटेड 1:49 PM IST
  • মোহনবাগান সমতা ফেরাতেই উচ্ছ্বাস রাজঋষির
  • ভাইরাল ভিডিও

ডার্বি ম্যাচের দিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় ১-২ গোলে পিছিয়ে থাকা মোহনবাগানের খুদে সমর্থক গোল শোধের জন্য প্রার্থনা করছে। দিমিত্রি পেত্রাতোস গোল দিতেই আবেগে ভেসে যায় সে। কাঁদতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মোহনবাগান সুপার জায়েন্ট। শুধু তাই নয়, সবুজ-মেরুনের পক্ষ থেকে এবার বিশেষ পুরস্কার পাচ্ছে বাগুইআটির রাজঋষি।

ক্লাস টু-তে পড়া সমর্থকের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন তার কাকিমা। এবার এই খুদের মোহনবাগান প্রীতিতে মুগ্ধ ক্লাবও। রাজঋষির জন্য স্পেশাল গিফট দিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ফোন করে তিনি বলেন, 'আমি তোমায় প্রতি ম্যাচে দু'টো করে টিকিট দেব। তুমি যাবে গিয়ে খেলা দেখে আসবে।' এখনও অবধি মোহনবাগান ক্লাবে যাওয়া হয়নি রাজঋষির। তাকে তাই ক্লাবে আসার আমন্ত্রণ জানিয়ে দেবাশিস বলেন, 'ইসকা নাম হ্যায় মোহনবাগান বলেছিলে না? একদিন এসো ক্লাবে এসে দেখে যাও তোমার প্রিয় মোহনবাগান কেমন। এসে ক্লাব দেখবে, আমাদের সঙ্গে দেখা করে যাবে।'

মোহনবাগান সচিব জানতে চান কোন ক্লাসে পড়ে রাজঋষি? জানতে চান সে ফুটবল খেলে কিনা? উত্তরে খুদে সমর্থক জানায়, 'ঘরে খেলি।' দেবাশিস জানতে চান ঘরে কোনও কাঁচ ভেঙেছো? লজ্জা পেয়ে রাজঋষি জানায়, 'না এখনও ভাঙেনি।' সবুজ-মেরুন সচিবকে তার কাকা জানান, 'ওর খেলার প্রতি খুব ঝোঁক। খেলাধুলো খুব পছন্দ করে।' দেবাশিস বলেন, 'ওর যে উচ্ছ্বাস আমি দেখেছি তাতে অভিভূত। ও আরও বড় হোক, ভাল হোক। আর একদিন ক্লাবে নিয়ে আসুন।' 

এই গোটা কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মোহনবাগান ক্লাব। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। মোহনবাগান সমর্থকদের সংগঠন মেরিনার্স এরিনা গিয়েছিল রাজঋষির সঙ্গে দেখা করতে। যে ভিডিও ডার্বির পরের দিন ভাইরাল হয়েছিল সে সম্পর্কে খুদে সমর্থক বলে, 'দিমিত্রি পেত্রাতোস গোলটা না করা পর্যন্ত খুব টেনশন হচ্ছিল। গোলটা করতেই বুঝে যাই ম্যাচটা আমরা হারব না।' বাঙাল বাড়ির ছেলে হয়ে রাজঋষি কীভাবে মোহনবাগান সমর্থক হল? কাকা প্রকাশ বাবু বলেন, 'ইউটিউব দেখে দেখে মোহনবাগান ভক্ত হয়ে গিয়েছে।'       

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement