Advertisement

ATK Mohun Bagan: মোহনবাগান ম্যাচে রেকর্ড দর্শক, 'রিমুভ ATK' আন্দোলনের কী হল?

সাফল্য পেতেই ভাটা পড়ল আন্দোলনে। রিমুভ এটিকে (Remove ATK) আন্দোলন এখন অনেকটাই থমকে। শনিবার আইএসএল-এর (ISL) ফাইনাল ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনাগান (ATK Mohun Bagan) ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছেন সবুজ-মেরুন সমর্থকরা। হোম ম্যাচে সবচেয়ে বেশি দর্শক এসেছেন এটিকে মোহনবাগানের ম্যাচে। তা হলে কি স্তব্ধ হয়ে গেল 'রিমুভ এটিকে' আন্দোলন? কী বলছেন মেরিনার্স বেস ক্যাম্পের সদস্যরা?

মোহনবাগান দর্শকরামোহনবাগান দর্শকরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2023,
  • अपडेटेड 2:00 PM IST
  • রিমুভ এটিকে আন্দোলন নিয়ে কী বলছেন সমর্থকরা?
  • মোহনবাগান ম্যাচে রেকর্ড দর্শক

সাফল্য পেতেই ভাটা পড়ল আন্দোলনে। রিমুভ এটিকে (Remove ATK) আন্দোলন এখন অনেকটাই থমকে। শনিবার আইএসএল-এর (ISL) ফাইনাল ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনাগান (ATK Mohun Bagan) ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছেন সবুজ-মেরুন সমর্থকরা। হোম ম্যাচে সবচেয়ে বেশি দর্শক এসেছেন এটিকে মোহনবাগানের ম্যাচে। তা হলে কি স্তব্ধ হয়ে গেল 'রিমুভ এটিকে' আন্দোলন? কী বলছেন মেরিনার্স বেস ক্যাম্পের সদস্যরা?

bangla.aajtak.in-কে মেরিনার্স বেসক্যাম্পের অন্যতম সদস্য প্রসেনজিৎ সরকার বলেন, 'দেবাশিস দত্ত আগেই বলেছিলেন, সাফল্য পেলে সবটা বদলে যাবে। আর সেটাই হচ্ছে। দল সাফল্য পাচ্ছে তাই মাঠে দর্শক হচ্ছে। উনি দীর্ঘদিন ধরে ময়দানের সঙ্গে জড়িত। ফলে জানেন কীভাবে সকলকে আকৃষ্ট করতে হয়। আর সেই কাজটাই তিনি করে আসছেন।' কীভাবে এত মানুষ আসছে মোহনবাগানের ম্যাচ দেখতে? প্রশ্ন করায়, প্রসেনজিৎ বলেন, 'প্রচুর মানুষ ফ্রি টিকিট পাচ্ছেন। এটা সকলেই জানেন। তবে এটাও মনে করার কোনও কারণ নেই, সকলেই ফ্রি টিকিট নিয়ে আসছেন। অনেকেই কিন্তু টিকিট কেটেও খেলা দেখতে যাচ্ছেন। তাদের অনেকেই মাঠে না গিয়ে থাকতে না পেরে যাচ্ছেন ম্যাচ দেখতে আমরা তাদের কথাটাও বুঝি। আমাদেরই হয়ত ভুল হয়েছে। তাদের বোঝাতে পারিনি।'   

আরও পড়ুন

রিমুভ এটিকে আন্দোলন এবার কোন পথে? 

লাগাতার চলতে থাকা রিমুভ এটিকে আন্দোলনে ভাটা পড়েছে। এবার কোন পথে চলবে আন্দোলন? প্রসেনজিৎ বলেন, 'এই মুহূর্তে আমরা বয়কটের রাস্তা থেকে একেবারেই সরছি না। এই মরশুমটা প্রায় শেষ হয়ে এসেছে। পরের মরশুম থেকে আবার শুরু হবে আন্দোলন। মরশুম শেষ হওয়ার পর আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।' এই অবস্থায় প্রসেনজিৎ কিছুটা হতাশ। তিনি বলেন, 'জানি না ভবিষ্যৎ কী হবে। তবে এটা বলতে পারি, আমরা সঠিক পথেই রয়েছি।'

Advertisement

সঞ্জীব গোয়েঙ্কার মুখে শুধুই 'মোহনবাগান'
হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে টাইব্রেকারে জেতার পর দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার মুখে ছিল শুধুই 'মোহনবাগান'। এটিকে নাম মুখে না নিলেও এটা আসলে তাঁর কৌশল বলেই মনে করে মেরিনার্স বেসক্যাম্প। প্রসেনজিৎ বলেন, 'আসলে তিনি জানেন কীভাবে মোহনবাগান সমর্থকদের মাঠে ফেরাতে হবে। সেই জন্যই বারবার 'মোহনবাগান' বলছেন। আমরা জানি, এভাবে এটিকে নাম সরবে না। ফুটবলাররাও মাঝেমধ্যেই এটিকে বলে ফেলছেন। সবটাই মোহনবাগানকে তুলে দেওয়ার চক্রান্ত।'      

শনিবার গোয়ায় ফাইনাল ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। হায়দরাবাদের বিরুদ্ধে সেমিফাইনালে দ্বিতীয় লেগে টাইব্রেকারে জয় পায় এটিকে মোহনবাগান।               

Read more!
Advertisement
Advertisement