Advertisement

Mohun Bagan Transfer News: মোহনবাগান ছাড়ছেন তারকা প্লেয়ার, তালিকায় আর কারা?

দুই তারকা ফুটবলারকে ছেড়ে দিতে পারে মোহনবাগান (Mohun Bagan)। সূত্রের খবর এমনই। সেই দুই ফুটবলার হুগো বুমোস (Hugo Boumous) ও জনি কাউকো (Joni Kauko)। হুগোকে নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগে থেকেই বেশ বিরক্ত ছিলেন। শোনা গিয়েছিল, আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাঁকে ছেড়েই দিতে চেয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)।

মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2023,
  • अपडेटेड 12:12 PM IST
  • হুগো ও জনিকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান
  • মোহনবাগান ছাড়ছেন দুই তারকা

দুই তারকা ফুটবলারকে ছেড়ে দিতে পারে মোহনবাগান (Mohun Bagan)। সূত্রের খবর এমনই। সেই দুই ফুটবলার হুগো বুমোস (Hugo Boumous) ও জনি কাউকো (Joni Kauko)। হুগোকে নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগে থেকেই বেশ বিরক্ত ছিলেন। শোনা গিয়েছিল, আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাঁকে ছেড়েই দিতে চেয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)।
অন্যদিকে ইউরো খেলা জনি কাউকো গত মরশুম থেকেই চোটের কবলে পড়েছিলেন। এই মরশুমেও তাঁর মাঠে ফিরতে ফিরতে অনেকটা সময় লাগবে। শোনা গিয়েছিল, সেপ্টেম্বর বা অক্টোবর মাসের আগে ফিট হতে পারবেন না জনি। আর তা হলে মরশুমের অনেকটাই সময় পেরিয়ে যাবে। ফলে মোহনবাগানের কোনও লাভ হবে না। শুধু তাই নয়, তাঁকে ম্যাচ ফিট করতে আরও সময় লাগবে। ফলে বিপদে পড়তে হবে মোহনবাগানকে। সেই জন্যই হয়ত তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। আইএসএলের ট্রান্সফার উইন্ডো খুলে যেতেই বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেসন কামিংসকে সই করিয়েছে মোহনবাগান।

আরও পড়ুন: ৬ কোটি টাকা কম পড়ছে, দল গঠনে নয়া সমস্যায় ইস্টবেঙ্গল  
তবে হুগোকে ছাড়লেও ভারতের কোনও ক্লাবে তাঁকে ছাড়া হচ্ছে না। হুগোর সঙ্গে আরও তিন বছরের চুক্তি রয়েছে মোহনবাগানের সেই জন্যই তাঁকে বিদেশের কোনও ক্লাবে সই করাতে চাইছে সবুজ-মেরুন। সরাসরি তাঁকে ছাড়তে হলে, অনেক টাকা দিতে হবে মোহনবাগানকে। একদিকে কামিন্স, অনিরুদ্ধ থাপার মতো ফুটবলার সই করাতে গিয়ে অনেক টাকা দিতে হচ্ছে। তার উপর যদি হুগোকে ছেড়ে দিতে গিয়ে আরও টাকা দিতে হয়, তবে সমস্যা আরও বাড়বে তা বলাই যায়।

আরও পড়ুন: বৃহস্পতিবার মেসি vs কামিন্স, কোথায়-কীভাবে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ?


জনি কাউকোর জায়গায় একাধিক তারকা ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলছে মোহনবাগান। ইতিমধ্যে ৩-৪ জন বিদেশির সঙ্গে কথাবার্তাও শুরু করেছেন সবুজ-মেরুন কর্তারা। শুধু বিদেশি ফুটবলার নয়, কিছু দেশি তারকাদের উপরও নজর রেখেছে এই ক্লাব। তাদের মধ্যে অন্যতম হলেন আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা। তাদের সঙ্গেও চুক্তি সেরে ফেলেছে মোহনবাগান। এর সঙ্গে আরও কিছু বিদেশি তারকা যোগ দেবেন।

Advertisement


ইতিমধ্যেই আরও এক বছর মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান। তাই এবার শুধু আইএসএল জেতা নয়, এএফসি কাপেও ভালো পারফর্ম করতে মরিয়া মোহনবাগান। সেই জন্যই আরও শক্তিশালী দল ফেরান্দোর হাতে তুলে দিতে চাইছেন মোহনবাগান কর্তারা। বড় বাজেটের দল গড়ে বারেবারেই চমক দিয়েছে মোহনবাগান। আর এবারও তার ব্যতিক্রম হল না।    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement