Advertisement

Doha Diamond League 2025 Neeraj Chopra: নীরজ চোপড়ার ঐতিহাসিক থ্রো! ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুঁয়েও দ্বিতীয় স্থানে শেষ

Doha Diamond League 2025: ভারতের জ্যাভেলিন থ্রো তারকা নীরজ চোপড়া ২০২৫ সালের দোহা ডায়মন্ড লিগে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক ছুঁলেন।

নীরজ চোপড়ার ঐতিহাসিক থ্রো! ডায়মন্ড লিগে  ৯০.২৩ মিটার ছুঁয়ে দ্বিতীয় স্থানে শেষনীরজ চোপড়ার ঐতিহাসিক থ্রো! ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুঁয়ে দ্বিতীয় স্থানে শেষ
Aajtak Bangla
  • দোহা,
  • 17 May 2025,
  • अपडेटेड 12:26 AM IST

Doha Diamond League 2025 Neeraj Chopra: নীরজ চোপড়া অবশেষে পেরোলেন ৯০ মিটারের সীমা। দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুঁয়ে গড়লেন জাতীয় রেকর্ড। তবুও জার্মান তারকা ওয়েবারের ৯১.০৬ মিটারে প্রথম স্থান অধরা রইল।

ভারতের জ্যাভেলিন থ্রো তারকা নীরজ চোপড়া ২০২৫ সালের দোহা ডায়মন্ড লিগে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক ছুঁলেন। তৃতীয় প্রচেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করে তিনি প্রথমবারের মতো ৯০ মিটারের গণ্ডি অতিক্রম করেন, যা একটি নতুন জাতীয় রেকর্ড। তবে এই দুর্দান্ত পারফরম্যান্সের পরও তিনি দ্বিতীয় স্থানেই শেষ করেন, কারণ জার্মানির জুলিয়ান ওয়েবার শেষ প্রচেষ্টায় ৯১.০৬ মিটার থ্রো করেন।

নীরজের ছয়টি থ্রো এর ফলাফল:

প্রথম: ৮৮.৪৪ মিটার

আরও পড়ুন

দ্বিতীয়: ফাউল

তৃতীয়: ৯০.২৩ মিটার (নতুন রেকর্ড)

চতুর্থ: ৮০.৫৬ মিটার

পঞ্চম: ফাউল

ষষ্ঠ: ৮৮.২০ মিটার

এই পারফরম্যান্সের মাধ্যমে নীরজ বিশ্বের ২৫তম অ্যাথলেট হিসেবে ৯০ মিটার থ্রো করলেন। ক্রীড়ামহলে তাঁর প্রশংসা সর্বত্র।

কিশোর জেনার পারফরম্যান্স:
আরেক ভারতীয় কিশোর জেনা ৭৮.৬০ মিটার থ্রো করে অষ্টম স্থানে শেষ করেন।


 

Read more!
Advertisement
Advertisement