Advertisement

Neeraj Chopra: ভারতের বড় ধাক্কা, কমনওয়েলথ থেকে ছিটকে গেলেন নীরজ

চোট পেয়ে ছিটকে গেলেন নীরজ। টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল। বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস রচনা করেছেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। রবিবার ফাইনাল ম্যাচে ৮৮.১৩ মিটার থ্রো করে রুপোর পদক জিতেছেন নীরজ।

নীরজ চোপড়ানীরজ চোপড়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jul 2022,
  • अपडेटेड 3:46 PM IST
  • চোট পেলেন নীরজ
  • কমনওয়েলথ গেমসে নেই নীরজ

কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অ্যাথেলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। চোটের জন্য ছিটকে জেতে হল তাঁকে। গত বছর অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ। আশা করা হয়েছিল, এই বারে কমনওয়েলথ গেমসেও সোনা জিতে নেবেন তিনি। তবে তা আর হল না। চোট পেয়ে ছিটকে গেলেন নীরজ। বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপেও ইতিহাস রচনা করেছেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। রবিবার ফাইনাল ম্যাচে ৮৮.১৩ মিটার থ্রো করে রুপোর পদক জিতেছেন নীরজ। তাঁকে নিয়ে যে সময় স্বপ্ন দেখতে শুরু করেছে গোটা ভারতবাসী ঠিক সেই সময় ছিটকে গেলেন নীরজ। 

কোথায় চোট নীরজের?

থাইতে চোট রয়েছে অলিম্পিক্সে সোনা জয়ী তারকার। বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপ চলাকালীন চোট পান তিনি। চট পেলেও নিজের লক্ষ্য থেকে পিছু হটেননি নীরজ। থাইতে স্ট্র্যাপ লাগিয়ে ইভেন্টে নামেন তিনি। সেই সময়ই বুঝতে পেরেছিলেন বড় কিছু ঘটে গিয়েছে। তবুও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব মেহেতা বলেন, ''নীরজ ফিট নয়। ও কমনওয়েলথে ভারতীয় দলে থাকছে না। বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে এসে চোট পায় ও।'' বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপে চতুর্থ থ্রো-এর পরেই চোট পেয়েছেন নীরজ।

আরও পড়ুন

কতদিন ট্র্যাকের বাইরে নীরজ?

সোমবার এমআরআই করা হয় নীরজের। এক মাস তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাজীব মেহেতা বলেন,'' আরও এক মাস ট্র্যাকের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের তরফ থেকে।''  

টোকিওতে  সোনা

টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন নীরজ চোপড়া। ফাইনাল ম্যাচে নীরজ চোপড়া দ্বিতীয় থ্রোয়িংয়ে ৮৭.৫৮ মিটার পার করেন তিনি। নীরজই হল অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী দ্বিতীয় ক্রীড়াবীদ। নীরজের সাম্প্রতিক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে, ভারতও কমনওয়েলথ গেমসে হরিয়ানার তারকা অ্যাথলিটের কাছ থেকে পদকের আশা করছিল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement