Advertisement

Pak Vs Eng T20 WC Final Score: স্টোকসের দুর্দান্ত ইনিংস, পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Pak Vs Eng T20 WC Final Live Score: চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপের সেরার শিরোপা তুলে নিল তারা। দারুণ লড়াই করলেও হার মানতে হল পাকিস্তানকে।

স্টোকস ও কারেন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2022,
  • अपडेटेड 5:31 PM IST
  • চ্যাম্পিয়ন ইংল্যান্ড
  • দারুণ লড়াই পাকিস্তানের

Pak Vs Eng T20 WC Final Live Score:৫০ ওভারের বিশ্বকাপ জেতার পর এবার টি২০ বিশ্বকাপও জিতে গেল ইংল্যান্ড। রবইবার মেলবোর্নে বেন স্টোকসের দারুণ অর্ধ শতরানের ওপর ভর করে ম্যাচ বের করে নিল ইংল্যান্ড। দারুণ লড়াই করলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল পাকিস্তানকে।   

  • ফাইনালের মতো বড় ম্যাচে পাকিস্তানি দল যখন মাত্র ১৩৭ রান করে, তখনই বোঝা গিয়েছিল এই রান ডিফেন্ড করা কঠিন ছিল। পাকিস্তানের টপ অর্ডার ভাল ব্যাট করতে পারেনি। শুধুমাত্র অধিনায়ক বাবর আজম ৩২ এবং শান মাসুদ ৩৮ রানের ইনিংস খেলেন। 

    এই টার্গেট বাঁচাতে পাকিস্তানের বোলাররা অবশ্যই কঠোর পরিশ্রম করেছেন, উইকেট নেওয়া হোক বা ডট বল ইংল্যান্ডকে চাপে ফেলে দেয়। কিন্তু লক্ষ্যমাত্রা এতই কম ছিল যে সব লড়াই শেষ হয়ে যায়। পাকিস্তানের হয়ে হারিস রউফ ২টি এবং শাহীন আফ্রিদি, শাদাব খান ও মহম্মদ ওয়াসিম ১টি করে উইকেট পান।

  • চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। 
     

     

  • দারুণ ওভার ইংল্যান্ডের জন্য। ২৪ বলে ২৮ রান দরকার ইংল্যান্ডের। 

  • চোট পেয়েও ফিরলেন শাহিন শাহ। ৩০ বলে ৪১ রান দরকার ইংল্যান্ডের। পার্টনারশিপ ভাঙার চেষ্টায় পাকিস্তান।

  • ৩৪ বলে ৪৭ রান দরকার ইংল্যান্ডের। হাতে ৬ উইকেট। 

  • আবারও উইকেট হারাল ইংল্যান্ড। আউট ব্রুক। ৮৫ রানে চার উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। 

  • ১০ ওভার শেষ। ৩ উইকেটে ৭৭ রান ইংল্যান্ডের। 

  • ৯ ওভার শেষ। ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৬৯। 

  • ১৭ বলে ২৬ রান করে আউট বাটলার, ৪৫ রানেই ৩ উইকেট হারাল ইংল্যান্ড। 

    Advertisement
  • ৩৭ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড। আউট হলেন সল্ট। আগুব ঝড়াচ্ছেন নাশিম শাহরা।  

  • হাল্কা বৃষ্টি শুরু হয়েছে মেলবোর্নে। যদিও খেলা চালিয়ে যাচ্ছেন আম্পায়াররা। 

  • প্রথম ওভারেই উইকেট পেল পাকিস্তান। ৭ রানে ১ উইকেট হারাল ইংল্যান্ড। 

  • ১৩৭ রানে শেষ পাকিস্তানের ইনিংস। বিশ্বকাপ জিততে মাত্র ১৩৮ রান করতে হবে ইংল্যান্ডকে। 

  • একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান। সাত উইকেট হারাল তারা। তৃতীয় উইকেট কারেনের। ৭ উইকেটে ১২৯ রান পাকিস্তানের। 
     

     

  • আবারও উইকেট হারাল পাকিস্তান। এবার আউট শাহদাব খান। ১২৩ রানে ৬ উইকেট হারাল পাকিস্তান। 

  • ১৭ ওভার শেষ। এল মাত্র ৩ রান। পাঁচ উইকেটে ১২২ রান পাকিস্তানের। 

  • ১২১ রানে ৫ উইকেট হাতাল পাকিস্তান। আউট হলেন শান মাসুদ। দ্বিতীয় উইকেট স্যাম কারেনের। 

  • ১৬ ওভার শেষ। পাকিস্তানের রান ৪ উইকেটে ১১৯।  

  • ১৩ ওভার শেষ। ৪ উইকেটে ৯০ রান করেছে পাকিস্তান।  

  • আউট হলেন ইফতিকার। ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল পাকিস্তান। উইকেট বেন স্টোকসের। 

  • আউট বাবর। ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। দারুণ বল করছেন আদিল রশিদ। দুই উইকেট তুলে নিলেন্তিনি। ৩ উইকেটে ৮৪ রান করেছে পাকিস্তান। 

  • ১০ ওভার শেষ, ২ উইকেট হারিয়ে ৬৮ রান পাকিস্তানের। 

  • আউট হ্যারিস। উইকেট নিলেন আদিল রশিদ। ৪৫ রানে ২ উইকেট হারাল পাকিস্তান।

  • ৭ ওভার শেষ। এক উইকেটে ৪৫ রান করেছে পাকিস্তান।

  • ৬ ওভার শেষ। ১ উইকেটে ৩৯ রান করে ফেলল পাকিস্তান। 

  • ৫ ওভার শেষ, ১ উইকেটে ২৯ রান করেছে পাকিস্তান। 

  • আউট হলে রিজওয়ান। প্রথম উইকেট হারাল পাকিস্তান। এক উইকেট হারিয়ে ২৯ রান করেছে তারা। ব্যাট করতে নামলেন মহম্মদ হ্যারিস

  • মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। দুই দলই তাদের প্লেয়িং-১১-এ কোনো পরিবর্তন করেনি।

  • ইংল্যান্ড প্লেয়িং-11: জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ

  • পাকিস্তান প্লেয়িং-১১: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মহম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি

     

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement