কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) অংশ নেওয়া ভারতীয় দলের ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান। বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত ৬১টি পদক জিতেছে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সময়, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে দেশ প্রতিটি খেলোয়াড়ের জন্য গর্বিত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলোয়াড়দের বলেছিলেন, 'আপনারা পরিবারের সদস্য হিসেবে আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আপনাদের প্রতিটি সাফল্যে আমি গর্বিত। দু'দিন পর দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করতে চলেছে, আপনাদের সকলের কঠোর পরিশ্রমে দেশ ৭৫তম স্বাধীনতা দিবস আরও রঙিন হয়ে উঠবে।'
'গোটা দেশ তোমাদের জন্য রাত জেগেছে'
প্রধানমন্ত্রী মোদি বলেন, 'কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক পারফরম্যান্সের পর দেশে প্রথমবার দাবা অলিম্পিয়াডের আয়োজিত হয়েছে। আমার পূর্ণ আস্থা ছিল আপনারা জিতে ফিরবেন। সেই সময়ই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অবশ্যই আপনাদের সঙ্গে বিজয় উৎসব পালন করব।'
আরও পড়ুন: PHOTOS: কোচ লক্ষণকে নিয়ে জিম্বাবোয়ে সফরে ধাওয়ান KL রাহুলরা
ক্রীড়াক্ষেত্রে ভারতের স্বর্ণযুগ আসছে
প্রধানমন্ত্রী বলেছিলেন, 'কোটি কোটি ভারতীয় আপনাদের খেলা দেখার জন্য অপেক্ষায় ছিল। কমনওয়েলথে আমরা অনেক পদক জিতেছি।' প্রধানমন্ত্রী বলেছিলেন, '৩১ জন খেলোয়াড় এমন রয়েছেন যারা প্রথমবার কমনওয়েলথে অংশ নিয়েই পদক জিতেছে। ক্রীড়াক্ষেত্রে ভারতের স্বর্ণযুগ দরজায় কড়া নাড়ছে।'
এটি লক্ষণীয় যে ভারত ৮ আগস্ট শেষ হওয়া কমনওয়েলথ গেমস ২০২২-এর পদক তালিকায় ভারত চার নম্বরে ছিল। ভারত ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পদক সহ মোট ৬১টি পদক জিতেছে। ভারত এখন পর্যন্ত একটি কমনওয়েলথ মরসুমে সর্বাধিক ১০১টি পদক জিতেছে। ২০১০ সালের দিল্লি কমনওয়েলথ গেমসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। তখন পদক তালিকায় ভারত ছিল দুই নম্বরে।
ভারত মাত্র একবার ৭০টি বা তার বেশি পদক জিতেছে
এর বাইরে ভারত কোনও কমনওয়েলথ গেমসে ৭০ বা তার বেশি পদক জিততে পারেনি। এছাড়াও, ভারত এখনও পর্যন্ত কোনও কমনওয়েলথ গেমসে পদক তালিকায় এক নম্বর স্থান অর্জন করতে পারেনি। ভারতের দ্বিতীয় সেরা পারফরম্যান্স ছিল ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথে। ৩০টি সোনা-সহ মোট ৬৯টি পদক জিতেছিল ভারত। সে বারও ভারত পদক তালিকায় চার নম্বরে শেষ করেছিল। এছাড়াও, ভারত গতবার অর্থাৎ ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথে ৬৬টি পদক জিতেছিল। তিন নম্বরে ছিল টিম ইন্ডিয়া।