দলের অধিনায়কের নাম ঘোষণা করল পঞ্জাব কিংস। এবারের IPL 2022- এ পঞ্জাবের দায়িত্ব তুলে দেওয়া হল টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালকে।
মেগা নিলামের আগে থেকেই মায়াঙ্ককে পাঞ্জাব কিংস ধরে রেখেছিল। আর টুর্নামেন্ট শুরু হতেও বেশি দেরি আগেই দল ঘোষণা করেছে নতুন অধিনায়ক।
আরও পড়ুন : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জের, ভডকার উপর নিষেধাজ্ঞা
পাঞ্জাব কিংসের নেতৃত্ব আগে কেএল রাহুলের হাতে ছিল। কিন্তু, মেগা নিলামের আগেই দল থেকে আলাদা হয়ে যান তিনি। কেএল রাহুল এখন IPL-এর নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। তাঁকে ১৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ।
মায়াঙ্ক আগরওয়ালের ২০১৮ সাল থেকে পঞ্জাবের হয়ে খেলছেন। তিনি দলের সহ-অধিনায়ক ছিলেন। বেশ কিছু ম্যাচে দলের অধিনায়কত্বও করেছেন।মায়াঙ্ক আগরওয়ালকে ১২ কোটি টাকা দিয়ে দলে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। মায়াঙ্ক ছাড়াও আরশদীপ সিংকে ৪ কোটি টাকা দিয়েছে পাঞ্জাব।
অধিনায়ক হিসেবে নাম ঘোষণা হওয়ার পর মায়াঙ্ক আগরওয়াল বিবৃতি দিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। তাই এই সুযোগ পাওয়া তার জন্য একটি বড় সম্মানের।
প্রসঙ্গত, পাঞ্জাব কিংস এবার শিখর ধাওয়ানকেও কিনেছে। এমন পরিস্থিতিতে মনে করা হয়েছিল যে মায়াঙ্ক আগরওয়াল বা শিখর ধাওয়ান দলের নেতৃত্ব পেতে পারেন। কিন্তু পাঞ্জাব দল তাঁর পুরোনো সতীর্থের উপরই আস্থা দেখাল।