Advertisement

Rabichandra Ashwini IPL 2023 : 'নিষিদ্ধ হলে খেলবেন না', অনলাইন Rummy নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারালেন অশ্বিন

এই ম্যাচের আগে ৩৬ বছর বয়সী আর. অশ্বিন একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই ইভেন্টটি ছিল গ্রীষ্মকালীন ক্রিকেট ক্যাম্প সম্পর্কিত অ্যাপস নিয়ে। সেখানে অশ্বিনকে অনলাইন গ্যাম্বলিং এবং Rummy সম্পর্কেও প্রশ্ন করা হয়। যা শুনে কার্যত মেজাজ হারান অশ্বিন। ক্রিকেট সম্পর্কিত অনলাইন জুয়া নিয়ে প্রশ্ন করা হলে অশ্বিন বলেন, 'আপনারা কি সত্য জানতে চান, নাকি শিরোনাম চান?'

আর. অশ্বিন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Apr 2023,
  • अपडेटेड 10:56 PM IST
  • অনলাইন Rummy নিয়ে প্রশ্ন
  • মেজাজ হারালেন ক্রিকেটার
  • যা বললেন অশ্বিন...

চলছে আইপিএল (IPL 2023)। একের পর এক রূদ্ধশ্বাস ম্যাচ উপহার পাচ্ছেন দর্শকরা। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন রাজস্থান রয়্যালসের খেলোয়াড় আর. অশ্বিন।

এই ম্যাচের আগে ৩৬ বছর বয়সী আর. অশ্বিন একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই ইভেন্টটি ছিল গ্রীষ্মকালীন ক্রিকেট ক্যাম্প সম্পর্কিত অ্যাপস নিয়ে। সেখানে অশ্বিনকে অনলাইন গ্যাম্বলিং এবং Rummy সম্পর্কেও প্রশ্ন করা হয়। যা শুনে কার্যত মেজাজ হারান অশ্বিন। ক্রিকেট সম্পর্কিত অনলাইন জুয়া নিয়ে প্রশ্ন করা হলে অশ্বিন বলেন, 'আপনারা কি সত্য জানতে চান, নাকি শিরোনাম চান?'

রবিচন্দ্রন অশ্বিন (Rabichandra Ashwini) বলেন, অনুষ্ঠানটি অন্য কিছুর জন্য আয়োজন করা হয়েছিল, সেখানে কেন এই প্রসঙ্গ তোলা হচ্ছে? তিনি বলেন, 'শিশুদের মাঠে না যাওয়ার কারণ অনলাইন। কে মোবাইল ফোনের আবিষ্কার করেছেন? আমরা মোবাইল ফোন নিলেও কি শিশুরা মাঠে খেলতে যাবে না? কেন আমরা শুধু মজার খবর দেখতে থাকি? প্রসঙ্গত, তামিলনাড়ুতে অনলাইন জুয়া নিষিদ্ধ। ১০ লাখ জরিমানার পাশাপাশি ফ্যান্টাসি অ্যাপ, অনলাইন রামির মতো গেম খেলায় ৩ বছরের কারাদণ্ডের বিধানও হয়েছে।

অনলাইনে ক্রিকেট জুয়া নিষিদ্ধ হলে খেলবেন না: অশ্বিন
অনলাইন ক্রিকেট জুয়া প্রসঙ্গে অশ্বিন বলেন, 'যদি এটা নিষিদ্ধ হয়, খেলবেন না। আপনারা অন্য কিছুর জন্য শিরোনাম চান। অশ্বিন আরও বলেন যে, একটি ভাল উদ্যোগের সময় বিতর্ক তৈরি করা প্রশংসনীয় নয়'। অশ্বিন বলেন, 'আমি এখানে অন্য কোনও বিষয়ে আমার মতামত প্রকাশ করতে এসেছি, কিন্তু আপনারা আমাকে বিতর্কে ফেলার চেষ্টা করছেন। এটা সঠিক না।'

আরও পড়ুন - ১২-১৮ এপ্রিল ট্রেন বিভ্রাট বারাসাত-হাসনাবাদ লাইনে, ৪৭ ঘণ্টা পুরোপুরি বাতিল

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement