Advertisement

CAB Letter To Jay Shah: ধেয়ে আসছে সাইক্লোন দানা, বাংলার ম্যাচ পিছনোর আবেদন CAB-র

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বিরাট প্রভাব পড়তে পারে বাংলায়। সে কথা মাথায় রেখেই, এবার রঞ্জি ট্রফির ম্যাচ পেছানোর আবেদন জানাল ক্রিকেট অ্যাসসিয়েশন অফ বেঙ্গল। শুধু বাংলার সিনিয়র দলের ম্যাচ নয়, অনূর্ধ্ব-২৩ বাংলা দলের ম্যাচও পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বিসিসিআই সচিব জয় শাহকে চিঠি দিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা।

বাংলা দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Oct 2024,
  • अपडेटेड 6:24 PM IST

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বিরাট প্রভাব পড়তে পারে বাংলায়। সে কথা মাথায় রেখেই, এবার রঞ্জি ট্রফির ম্যাচ পেছানোর আবেদন জানাল ক্রিকেট অ্যাসসিয়েশন অফ বেঙ্গল। শুধু বাংলার সিনিয়র দলের ম্যাচ নয়, অনূর্ধ্ব-২৩ বাংলা দলের ম্যাচও পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বিসিসিআই সচিব জয় শাহকে চিঠি দিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। 

রঞ্জি ট্রফিতে কেরলের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণদের ম্যাচ শনিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়ার কথা ছিল। ঝড়-বৃষ্টির কারণে এই ম্যাচ পন্ড হতে পারে বুঝতে পেরেই এই আবেদন করেছেন সিএবি কর্তারা। এর আগে কল্যাণীতে বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে বাংলা দলের ম্যাচ। সে কারণেই এবার আগে থেকে বাড়তি সতর্ক বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা। বঙ্গোসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ দিন দুর্যোগের আশঙ্কা। দানার দাপটে বৃহস্পতিবার থেকে দুর্যোগের আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আর সেই আবহেই ২৫-২৮ অক্টোবর সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলা বনাম কেরল রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে। যে ম্যাচ আগে ছিল কল্যাণীতে। কিন্তু ভিজে মাঠের জন্য কল্যাণীতে বাংলা বনাম বিহার ম্যাচ ভেস্তে যাওয়ার পর বিতর্কের মুখ বাংলার পরের ম্যাচ সরিয়ে নিয়ে আসা হয়েছে সল্ট লেকে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই সল্ট লেকের মাঠ ঢেকে রাখা হয়েছে। যাতে বৃষ্টিতে মাঠের ক্ষতি না হয়। কিন্তু দানার ঝাপ্টায় ম্যাচের সময়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা। আর তাতে ভেস্তে যেতে পারে ম্যাচ। 

সেই কারণেই ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে বোর্ডের দ্বারস্থ হয়েছে সিএবি। বোর্ডের সচিব জয় শাহ, যিনি শীঘ্রই আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব বুঝে নেবেন, তাঁকে চিঠি পাঠিয়েছে সিএবি। শুধু বাংলা বনাম কেরল রঞ্জি ট্রফির ম্যাচ নয়, ২৬ ও ২৭ অক্টোবর কল্যাণীতে বাংলা বনাম রেলওয়েজ অনূর্ধ্ব ২৩ ম্যাচও পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। বোর্ড কী উত্তর দেয়, দেখার অপেক্ষায় সিএবি।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement