বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ফলে আরও একবার আইসিসি ট্রফি জিততে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মারা। ফাইনাল ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের দলে জায়গা না পাওয়া নিয়েই বিতর্ক কম হয়নি। এবার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন ভারতের অফস্পিনার। ফাইনালে খেলতে চাইলেও, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে খেলতে পারেননি। এমনটাই জানিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার।
৩৬ বছর বয়সী এই বোলার ইংরেজি পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি ডব্লিউটিসি ফাইনালসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। অশ্বিন জানান তাঁর দলে না থাকার বিষয়টি অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার অশ্বিন বলেছেন, 'আমি ফাইনালে খেলতে চেয়েছিলাম কারণ, দলকে ফাইনালে তোলার পেছনে আমার অবদান ছিল। এমনকি শেষ ম্যাচেও আমি চার উইকেট পেয়েছিলাম এবং সত্যিই ভালো বোলিং করেছিলাম। ২০১৮-১৯ সাল থেকেই বিদেশের মাটিতেও বোলিং দুর্দান্ত ছিল।‘
কোচ এবং অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছেন
অশ্বিন আরও বলেন, 'আমি এই সিদ্ধান্তকে অধিনায়ক এবং কোচের দৃষ্টিভঙ্গী থেকে দেখছি। গতবার যখন আমরা ইংল্যান্ডে ছিলাম, সেই সময় আমরা ২-২ সিরিজ ড্র করেছিলাম। ইংল্যান্ডে ৪ পেসার এবং ১ স্পিনারের কম্বিনেশন সঠিক বলে ছিল বলেই তিনি এমনটা ভেবেছিলেন।‘
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারায় তাঁর আক্ষেপ নেই। এমনটাই জানিয়েছেন অশ্বিন। তিনি বলেন, 'এটা আমার জন্য কোনো ধাক্কা নয়। এর আগে এর মধ্য দিয়ে গিয়েছি। যখন কেউ আপনাকে প্রথমবার ধাক্কা দেয়, আপনি আপনার হাঁটুতে আঘাত করে প্রতিক্রিয়া জানান। কীভাবে ফিরে আসতে হয় তা জানি। এটাই জীবন এবং এই সব কিছুই শিখতে হবে।‘
আরও পড়ুন: এশিয়া কাপে ধাক্কা পাকিস্তানের, বেশিরভাগ ম্য়াচই শ্রীলঙ্কায়
আমি ৪৮ ঘন্টা আগে জানতে পেরেছি: অশ্বিন
ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে অশ্বিন জানতে পেরেছিলেন, তাঁকে ছাড়াই দল খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনি বলেন, 'কিছু প্রাক্তন ক্রিকেটাররা আমাকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি খুশি যে তারা আমাকে নিয়ে চিন্তা করেছেন। ৪৮ ঘন্টা আগেই জানতাম যে আমাকে খেলানো হবে না, তাই আমার লক্ষ্য ছিল দলকে যতটুকু পারি সাহায্য করা যাতে আমরা কাপ জিততে পারি। কারণ ফাইনাল অবধি পৌঁছানোর ক্ষেত্রে আমারও অনেকটা অবদান ছিল।‘