Advertisement

RCB vs CSK, IPL 2022: ক্যাচ ধরতে গিয়ে চোট রবীন্দ্র জাদেজার, কিছুক্ষণ বন্ধ খেলা, VIDEO

দৌড়াতে গিয়ে পড়ে যান জাদেজা। ক্যাচটি মিস হয়। আর পড়ার সময় তাঁর হাতের উপর গোটা শরীরের চাপ লাগায় আহত হন জাদেজা। বেশ কিছুক্ষণ ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। খেলাও সাময়িক বন্ধ থাকে। চেন্নাই সুপার কিংসের ফিজিও তৎক্ষণাৎ মাঠে দৌড়ে গিয়ে রবীন্দ্র জাদেজার হাত পরীক্ষা করেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং অন্যান্য ক্রিকেটাররাও ছুটে যান জাদেজার কাছে।

চোট পেলেন জাদেজা, উদ্বিগ্ন ধোনিচোট পেলেন জাদেজা, উদ্বিগ্ন ধোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2022,
  • अपडेटेड 12:20 AM IST
  • চোট পেলেন জাদেজা
  • হারল চেন্নাই

বুধবারের ম্যাচে চেন্নাই সুপার কিংসের (CSK) প্রাক্তন অধিনায়ক রবীন্দ্র জাদেজা একটি দর্শনীয় ফিল্ডিং করেন। তবে আহত হন তিনি। ক্যাচ নিতে গিয়ে ডাইভ দিতে গিয়ে আহত হন জাড্ডু। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংসের ১৮তম ওভারে এটি ঘটেছিল। আরসিবি-র মহিপাল লোমর ১৭.৩ বলে হাওয়ায় একটি শট খেলেন। বলটি ৩০ গজের বৃত্তের বাইরে চলে যায়। ডিপ কভারে দাঁড়িয়ে থাকা জাদেজা অনেকটা দূর দৌড়ে এসে ক্যচ ধরার চেষ্টা করেন। 

কিন্তু দৌড়াতে গিয়ে পড়ে যান জাদেজা। ক্যাচটি মিস হয়। আর পড়ার সময় তাঁর হাতের উপর গোটা শরীরের চাপ লাগায় আহত হন জাদেজা। বেশ কিছুক্ষণ ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। খেলাও সাময়িক বন্ধ থাকে। চেন্নাই সুপার কিংসের ফিজিও তৎক্ষণাৎ মাঠে দৌড়ে গিয়ে রবীন্দ্র জাদেজার হাত পরীক্ষা করেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং অন্যান্য ক্রিকেটাররাও ছুটে যান জাদেজার কাছে।

তবে আঘাত খুব গুরুতর নয় বলেই মনে হচ্ছে। কারণ এর খানিকক্ষণ পরেই ফের মাঠে ফেরেন জাদেজা। তবে ব্যাট হাতে সফল হতে পারেননি চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। ৫ বলে ৩ রান করে আউট হন তিনি। ১৩ রানে ম্যাচ হারতে হয় চেন্নাইকেও। আরসিবি-র করা ১৭৩ রানের জবাবে ১৬০ রানেই শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। 

আরও পড়ুন

রবীন্দ্র জাদেজা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত প্রশংসিত হয়েছিল এবং মাঠে তাঁর নামে স্লোগানও উঠেছে। রবীন্দ্র জাদেজাকে বিশ্বের সেরা ফিল্ডারদের মধ্যে গণ্য করা হয়। 

Read more!
Advertisement
Advertisement