Advertisement

Ravindra Jadeja: অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে জাদেজা, কীভাবে পেছনে ফেললেন বাকিদের?

বর্ডার-গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফির প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়া দল (Australia) রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বোলিং-এ নাস্তানাবুদ হয়েছে। তবে এবারেই প্রথম নয়, ২০১৭ সালেও একই ঘটনা ঘটেছিল। সেই সময় টেস্ট সিরিজে মোট ২৫টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে ২০১৭ সালে বল করার পাশাপাশি ব্যাটিং-ও করতেন জাদেজা। ২০২৩ সালে এসে একেবারে দক্ষ অলরাউন্ডার হয়ে উঠেছেন জাদেজা।

রবীন্দ্র জাদেজারবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2023,
  • अपडेटेड 5:24 PM IST
  • অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে জাদেজা
  • দারুণ ছব্দে ভারতের অলরাউন্ডার

বর্ডার-গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফির প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়া দল (Australia) রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বোলিং-এ নাস্তানাবুদ হয়েছে। তবে এবারেই প্রথম নয়, ২০১৭ সালেও একই ঘটনা ঘটেছিল। সেই সময় টেস্ট সিরিজে মোট ২৫টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে ২০১৭ সালে বল করার পাশাপাশি ব্যাটিং-ও করতেন জাদেজা। ২০২৩ সালে এসে একেবারে দক্ষ অলরাউন্ডার হয়ে উঠেছেন জাদেজা।

আইসিসি র‍্যাঙ্কিং অনুসারে জাদেজা এখন ১ নম্বর অলরাউন্ডার। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউই নেই। ভারতের আরেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকেও (Ravichandran Ashwin) প্রতিদ্বন্দ্বতা করতে দেখা যাচ্ছে। ব্যাটিং-এও বড় ভূমিকা নিচ্ছেন ভারতের এই অলরাউন্ডার। জাদেজার ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরিও করেছেন। টিম ইন্ডিয়ার (Team India) হয়েও তিনি বড় রান করছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৮ সালটা জাদেজার কাছে স্বপ্নের মতো। ২৭টি টেস্টে ১৪৪৪৩ রান করেছিলেন তিনি। গড় ছিল ৪৬.৫৪। ৩টি সেঞ্চুরি সহ ১৭৫ রানের একটি ইনিংস খেলেন জাদেজা। রোহিত শর্মা (Rohit Sharma) এবং জাদেজাই একমাত্র ক্রিকেটার যারা সেই সময়ের মধ্যে ১০০০-এর বেশি রান করেছেন। গড় দেখলে বলা যায়, ভারতের দ্বিতীয় সফল ব্যাটার ছিলেন জাদেজা। এই বছরে রোহিত ১৯১৯ রান করেছিলেন। গড় ছিল ৫০।

আরও পড়ুন

২০১৮ সালে দারুণ বোলিং করেছিলেন জাদেজা

২০১৮ সালে বল হাতেও সফল হয়েছিলেন জাদেজা। ২৭টি ম্যাচে ৯৪টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং-এ গড় ২৪। জাদেজাকে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে তুলনা করা যেতে পারে। যাকে এই সময়ের সেরা অলরাউন্ডার হিসেবে ধরা হয়। বেন স্টোকস এই বছরে ৯৯টি উইকেট নিয়েছেন। তাঁর গড় ছিল ৩০।

রবীন্দ্র জাদেজার রেকর্ড বেন স্টোকসের (Ben Stokes) চেয়ে অনেক ভালো। বেন স্টোকস, জাদেজার থেকে বেশি ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়েও অনেক উপরে উঠে আসেন। সেই সময় জাদেজা ছয়, সাত বা কখনও কখনও আট নম্বরে ব্যাট করেন। 

Advertisement

রবীন্দ্র জাদেজার টেস্ট কেরিয়ার

৬২ টেস্ট, ২৬১৯ রান, ৩৬.৪৪ গড়, ৩ সেঞ্চুরি, ১৮ হাফ সেঞ্চুরি
২৫৯ উইকেট, ২৩.৮২ গড়, এক ইনিংসে ৫ উইকেট ১২ বার, ২ বার ম্যাচে ১০ উইকেট।

Read more!
Advertisement
Advertisement