Advertisement

Mohun Bagan: এবার ATK নাম সরবে মোহনবাগান থেকে? সোশ্যাল মিডিয়ায় জল্পনা

দীর্ঘদিন ধরে চলতে থাকা 'রিমুভ এটিকে' আন্দোলন এবার সফল হতে পারে বলে আশা করছেন তাঁরা। সূত্রের খবর, সহ সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই সমর্থকদের এই দাবি তুলে ধরেছেন কুণাল ঘোষ। ফেসবুক পোস্টও করেছেন তিনি। কুণাল আবার তৃণমূলের মুখপাত্র। আর সেই কারণেই তাঁকে নিয়ে দেবাশিস নবান্নে যাওয়ায় এই সম্ভাবনার কথা আরও একবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে।

দেবাশিস দত্ত ও কুনাল ঘোষের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়। ছবি সৌজন্যে: কুনাল ঘোষের ফেসবুক  দেবাশিস দত্ত ও কুনাল ঘোষের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়। ছবি সৌজন্যে: কুনাল ঘোষের ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2022,
  • अपडेटेड 4:33 PM IST
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন মোহনবাগান কর্তারা
  • সৌজন্য সাক্ষাৎ বলে দাবি দেবাশিস দত্তের

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেছেন মোহনবাগানের নবনির্বাচিত সচিব দেবাশিস দত্ত (Debashish Dutta) ও সহ সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিছকই সৌজন্যমূল সাক্ষাত্‍ হিসেবে এই ঘটনা দাবি করা হলেও, আশায় বুক বাঁধছেন 'রিমুভ ATK'-এর পক্ষে থাকা মোহনবাগান সমর্থকরা।

মোহনবাগানে 'রিমুভ ATK' হবে?

দীর্ঘদিন ধরে চলতে থাকা 'রিমুভ এটিকে' আন্দোলন এবার সফল হতে পারে বলে আশা করছেন তাঁরা। সূত্রের খবর, সহ সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই সমর্থকদের এই দাবি তুলে ধরেছেন কুণাল ঘোষ। ফেসবুক পোস্টও করেছেন তিনি। কুণাল আবার তৃণমূলের মুখপাত্র। আর সেই কারণেই তাঁকে নিয়ে দেবাশিস নবান্নে যাওয়ায় এই সম্ভাবনার কথা আরও একবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে।

আরও পড়ুন

তবে মোহনবাগান ক্লাব তাঁবু নতুন ভাবে সেজে উঠেছে। অনেকদিন আগেই এই তাঁবুর উদ্বোধন হওয়ার কথা ছিল। করোনার কারণে তা আর হয়নি। সেই সুসজ্জিত তাঁবু উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। ওই একই দিনে ইস্টবেঙ্গল ক্লাবেও আসবেন মমতা। ইস্টবেঙ্গলের মিউজিয়াম উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে মোহনবাগান তাঁবুর কাজ এখনও শেষ হয়নি। কাজ শেষ হলেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান হবে সবুজ-মেরুন ক্লাবের তরফ থেকে। 

প্রায় আটচল্লিশ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় দেবাশিস ও কুণালে। বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। তবে এটিকে-র বিষয় কথা হয়েছে কি না সে বিষয় মুখ খোলেননি কেউই। ১৯১১ সালের শিল্ড জয়ের স্মারক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন দেবাশিস। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নতুন কমিটির তরফ থেকে দেখা করতে গিয়েছিলাম। তিনি নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement