Advertisement

Rishabh Pant IPL 2024 Fined: KKR ম্যাচেও বড়সড় জরিমানার মুখে পন্ত, হারের পর পকেটও ফাঁকা?

একে তিন ম্যাচের মধ্যে দু'টিতে হার। তার উপর আবার বড় অঙ্কের জরিমানা। সব মিলিয়ে এবারের আইপিএল-এর (IPL 2024) শুরুতে বেশ বড় সমস্যায় ঋষভ পন্তের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। বুধবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর ২৪ লক্ষ টাকা জরিমানা হল ক্যাপ্টেন পন্তের। এখানেই শেষ নয়, দলের বাকি সদস্যদেরও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

ঋষভ পন্ত
Aajtak Bangla
  • বিশাখাপত্তনম,
  • 04 Apr 2024,
  • अपडेटेड 11:13 AM IST
  • বিরাট জরিমানার মুখে পন্ত
  • পরপর দুই ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি

একে তিন ম্যাচের মধ্যে দু'টিতে হার। তার উপর আবার বড় অঙ্কের জরিমানা। সব মিলিয়ে এবারের আইপিএল-এর (IPL 2024) শুরুতে বেশ বড় সমস্যায় ঋষভ পন্তের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। বুধবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর ২৪ লক্ষ টাকা জরিমানা হল ক্যাপ্টেন পন্তের। এখানেই শেষ নয়, দলের বাকি সদস্যদেরও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

কেন এত বড় অঙ্কের জরিমানা হল পন্তদের?
এক নয় পরপর দুই ম্যাচেই স্লো ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়তে হল দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেনকে। পাশাপাশি সমস্যায় পড়ল গোটা দলই। ইম্প্যাক্ট সাব হিসেবে খেলা অভিষেক পোড়েলকেও এই জরিমানার টাকার দিতে হবে। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেও জরিমানা হয়েছিল দিল্লি দলের। সেবার এর অর্ধেক অর্থাৎ ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল ক্যাপ্টেন পন্তকে। আর বাকি দল কে দিতে হয়েছিল তিন লক্ষ টাকা করে।

১০৬ রানে জিতল কেকেআর

বুধবারের ম্যাচে সল্ট আউট হওয়ার পরেও আক্রমণের রাস্তা থেকে সরে আসতে হয়নি কেকেআর-কে। তার কারণ নারিনের পাশাপাশি চালিয়ে খেলছিলেন এই তরুণ রঘুবংশীও। এই দুই তারকার বিস্ফোরক ব্যাটিং-এ ভর করে বড় রানের ভিত গড়ে ফেলে কলকাতা। শ্রেয়াস আইয়ারদের ইনিংস শেষ হয় ২৭২ রানে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬৬ রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। ঋষভ পন্ত চেন্নাই ম্যাচের পোর ফের হাফ সেঞ্চুরি করলেও দলের হার বাঁচাতে পারেননি। শেষ পর্যন্ত ১০৬ রানে ম্যাচ জেতে কলকাতা। পরপর তিন ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে তারা।   

উল্লেখ্য, আইপিএলের (IPL 2024) শুরুটা মনের মতো হয়নি পন্তদের। ৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে দিল্লি। সার্বিকভাবে দলের খারাপ পারফরম্যান্সের মধ্যেই নেমে এল জরিমানার খাঁড়াও।

Advertisement

    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement