Advertisement

Rishabh Pant: IPL না খেললেও পুরো মাইনে পাবেন পন্ত? BCCI রুল বলছে...

৩০ ডিসেম্বর ভোরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসার পর মুম্বইয়ে অস্ত্রোপচারের জন্য নিয়ে আসা হয়েছে পন্তকে। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর। কবে তিনি মাঠে ফিরতে পারবেন তা এখনও জানা যাচ্ছে না। মনে করা হচ্ছে এবারের আইপিএল-এও (IPL 2023) হয়ত খেলতে পারবেন না পন্ত। তবে খেলতে না পারলেও পুরো বেতন পাবেন তিনি। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। 

ঋষভ পন্তঋষভ পন্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2023,
  • अपडेटेड 11:54 AM IST
  • সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পন্ত
  • আইপিএল-এ তাঁর খেলা নিয়ে সংশয়

৩০ ডিসেম্বর ভোরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসার পর মুম্বইয়ে অস্ত্রোপচারের জন্য নিয়ে আসা হয়েছে পন্তকে। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর। কবে তিনি মাঠে ফিরতে পারবেন তা এখনও জানা যাচ্ছে না। মনে করা হচ্ছে এবারের আইপিএল-এও (IPL 2023) হয়ত খেলতে পারবেন না পন্ত। তবে খেলতে না পারলেও পুরো বেতন পাবেন তিনি। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। 

আইপিএল-এ কত টাকা পাবেন পন্ত?
ঋষভ পন্ত কবে মাঠে ফিরবেন তা পুরোপুরি স্পষ্ট নয়, তবে গুরুতর চোটের কথা বিবেচনা করে বলা যেতে পারে যে তিনি আগামী ৬ মাস মাঠের বাইরে থাকবেন। ফলে পন্ত আইপিএল ও ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজও খেলতে পারবেন না। পাশাপাশি তাঁর এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলা নিয়েও সংশয় দেখা গিয়েছে। তবে বোর্ড জানিয়ে দিয়েছে, আইপিএল-এ না খেললেও সমস্ত টাকাই পেয়ে যাবেন পন্ত। আইপিএল-এ না খেললেও ১৬ কোটি টাকা পেয়ে যাবেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ক্যাপ্টেন। বিসিসিআই-এর (BCCI) নিয়ম অনুযায়ী, চোটের জন্য আইপিএলের বাইরে থাকলে এই ধরনের খেলোয়াড়রা পুরো বেতন পান। পুরো টাকাটাই আইপিএল ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে বীমা কোম্পানি শোধ করে। 

আরও পড়ুন

বোর্ডের চুক্তির টাকাও পাবেন পন্ত
শুধু আইপিএল-এর ১৬ কোটি টাকা নয় পাশাপাশি বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির (BCCI Central Contract) অধীনে থাকায় আরও ৫ কোটি টাকা পাবেন টিম ইন্ডিয়ার (Team India) উইকেটকিপার। ২০২২-২৩ মরশুমের জন্য বিসিসিআই-এর গ্রেড এ তালিকায় রয়েছেন পন্ত (Rishabh Pant Health Update)। 

বেতন পেয়েছিলেন দীপক চাহারও

দীপক চাহার (Deepak Chahar) আইপিএল ২০২২-এর গোটা মরশুম থেকেই বাদ পড়েছিলেন। সেই সময় বিসিসিআই তাঁকে ১৪ কোটি টাকা দিয়েছিল। দীপক চাহারের চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kongs) হয়ে খেলার কথা থাকলেও চোটের জন্য খেলতে পারেননি। বিসিসিআই-এর চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় গ্রেড সি-তে রয়েছেন দীপক। এ কারণে তিনি বিসিসিআইয়ের বীমা পলিসির সুবিধাও পেয়েছেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড় চোটের কারণে অর্ধেক মরশুম বাইরে থাকলেও টাকা পেয়ে যান। সেক্ষেত্রে অর্ধেক টাকা দেয় বিসিসিআই এবং বাকি অর্ধেক দেয় সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement