Advertisement

Rohit Sharma Ind Vs Ban 2nd Test: বড়সড় ধাক্কা টিম ইন্ডিয়ার, দ্বিতীয় টেস্টেও নেই রোহিত, আহত এক ফাস্ট বোলারও

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেও বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। এই টেস্টেও অধিনায়ক রোহিত শর্মা খেলতে পারবেন না। যা নিয়ে চিন্তিত ভারতীয় শিবির।

রোহিত শর্মা (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2022,
  • अपडेटेड 2:30 PM IST
  • বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেও বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া
  • দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা খেলতে পারবেন না

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেও বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। এই টেস্টেও দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা খেলতে পারবেন না। কারণ চোট। ফাস্ট বোলার নভদীপ সাইনিও চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। 

২২ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগেই চোটে জর্জরিত টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। রোহিত শর্মা চোটের কারণে প্রথম ম্যাচও খেলতে পারেননি। এবার তিনি দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারবেন না। BCCI-এর তরফে একথা জানানো হয়েছে। 

BCCI-এর তরফে জানানো হয়েছে, রোহিত শর্মা এখনও মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। মেডিক্যাল টিম বলছে, রোহিত শর্মার পুরোপুরি ফিট হতে কিছুটা সময় লাগবে। 

আরও পড়ুন : মাত্র ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, বিশাল ঘোষণা


রোহিত শর্মা ছাড়াও ফাস্ট বোলার নবদীপ সাইনিও দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। কারণ, তাঁর পেশিতে টান পড়েছে। নবদীপ সাইনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন। সেখানেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন।

দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দল: কেএল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর , মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরন, সৌরভ কুমার, জয়দেব উনাদকাট

২২ থেকে ২৬ ডিসেম্বর ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে। টিম ইন্ডিয়া চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। ভারতের হয়ে এই ম্যাচে সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা ও শুভমন গিল।

রোহিত ছিটকে যাওয়ায় ভারতের হয়ে ইনিংসের সূচনা করবেন কেএল রাহুল ও শুভমন গিল। চট্টগ্রাম টেস্টে সুযোগ পুরোমাত্রায় কাজে লাগিয়েছিলেন শুভমন। রোহিত না থাকায় ঢাকাতেও আরও একটা সুযোগ থাকছে তাঁর হাতে। প্রথম টেস্টে ১৮৮ রানে জেতে ভারত। প্রথম ইনিংসে ৯০ রান করেন  পূজারা। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৫০ রানে।  কুলদীপ যাদব ৫ উইকেট নেন। ৩ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে শতরান করেন শুভমন (১১০) এবং পুজারা (১০২)। বাংলাদেশের সামনে ৫১৩ রানের লক্ষ্য রাখে ভারত। ৩২৪ রানে সব উইকেট হারিয়ে ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement