গতবছর টি২০ বিশ্বকাপে (T20 World Cup) একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। সেমি ফাইনালে হেরে লড়াই থেকে ছিটকে যায় তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বিদায় নেয় ভারতীয় দল। এই ম্যাচে হারের পর টিম ইন্ডিয়ার সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
রবিবার (০১ জানুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা সভার আয়োজন করে বিসিসিআই (BCCI)। কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman), বিসিসিআই সভাপতি রজার বিনি, চেতন শর্মা এবং সেক্রেটারি জয় শাহ। এই বৈঠকে টিম ইন্ডিয়ার ফর্ম ও রোডম্যাপের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়, তবে অধিনায়ক হিসাবে রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে কোনও কথা হয়নি।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত ঋষভ, জায়গা নিতে ৩ ক্রিকেটারের লড়াই
কী বিষয় আলোচনা হল বোর্ডের সভায়?
বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, "রোহিত শর্মা টেস্ট এবং ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। এই দুটি ফরম্যাটে অধিনায়ক হিসাবে তাঁর ভবিষ্যত নিয়ে কোনও আলোচনা হয়নি। টেস্ট এবং ওয়ানডেতে তার অধিনায়কত্বের রেকর্ড রোহিতের বেশ ভাল।''
বিসিসিআইয়ের একটি সূত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চেতন শর্মা আবারও সভাপতি পদে নির্বাচিত হবেন কি? এ বিষয়ে সেই সূত্র জানিয়েছে, 'প্রথমত, চেতনকে না বললে তিনি আবেদন করতেন না। ভারতকে আর ১০ মাসের মধ্যে বিশ্বকাপ খেলতে হবে। চেতন এবং হরবিন্দর তাই নির্বাচক কমিটিতে থাকতে পারেন।'
নতুন নির্বাচক কমিটি গঠন
বিসিসিআই এখনও একটি নির্বাচক প্যানেল তৈরি করেনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে বরখাস্ত হওয়া চেতন শর্মার নেতৃত্বাতেই টিম তৈরি হয়েছে। নতুন নির্বাচক কমিটি গঠনের পরে, বিসিসিআই স্প্লিট ক্যাপ্টেন্সি এবং কোচিংয়ে যেতে পারে। কারণ আগামী কয়েক বছরে আইসিসির অনেক টুর্নামেন্ট রয়েছে।
অর্থাৎ, হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) আগামী সময়ে টি-টোয়েন্টির স্থায়ী অধিনায়ক করা হতে পারে, অন্যদিকে রোহিত ওয়ানডে ও টেস্টের অধিনায়ক থাকবেন। যদিও রাহুল দ্রাবিড় শুধুমাত্র ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার কোচ থাকবেন। তিনি টি-টোয়েন্টি ফর্ম্যাটের দায়িত্ব থেকে সরে পেতে পারেন।
৩ জানুয়ারি থেকে ভারত-শ্রীলঙ্কা সিরিজ
ভারতীয় দলকে ৩ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যার জন্য হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করা হয়েছে। ঋতুরাজ গায়কওয়াড়, ইশান কিষাণ, শুভমান গিলের মতো তরুণ খেলোয়াড়রা দলে ঢুকেছেন। অপর দিকে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছে।
দুই দেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩ জানুয়ারি মুম্বাইয়ে। অন্যদিকে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৫ জানুয়ারি পুনেতে এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৭ জানুয়ারি রাজকোটে অনুষ্ঠিত হবে। পরে, দুই দলের মধ্যে তিনটি ওডিআইও হবে যেখানে রোহিত দলের অধিনায়কত্ব করবেন।