Advertisement

Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর, আবেগঘন পোস্টে কী লিখলেন রোহিত?

আন্তর্জাতিক অভিষেকের ১৫ বছর পূর্ণ হওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন রোহিত শর্মা। রোহিত টুইটারে লিখেছেন, 'ভারতের হয়ে অভিষেক হওয়ার পর আজ আমি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করেছি। এই ১৫ বছরের জার্নিটা দারুণ। বাকি জীবনে এই স্মৃতি লালন করব।'

রোহিত শর্মা (গেটি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2022,
  • अपडेटेड 2:29 PM IST
  • ১৫ বছর আগে অভিষেক হয় রোহিতের
  • সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন ভারত অধিনায়ক

২৩ জুন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) জন্য একটি বিশেষ দিন। ৩৫ বছর বয়সী রোহিত ১৫ বছর আগে এই দিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক করেছিলেন। সেই অভিষেকের পর থেকে রোহিতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তিনটি ফর্ম্যাটেই নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন রোহিত। 

আন্তর্জাতিক অভিষেকের ১৫ বছর পূর্ণ হওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন রোহিত শর্মা। রোহিত টুইটারে লিখেছেন, 'ভারতের হয়ে অভিষেক হওয়ার পর আজ আমি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করেছি। এই ১৫ বছরের জার্নিটা দারুণ। বাকি জীবনে এই স্মৃতি আমি লালন করব।'

রোহিত আরও বলেছেন, 'যারা এই যাত্রায় অংশ নিয়েছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে আজকে খেলোয়াড় হতে সাহায্য করেছেন তাদের বিশেষ  ধন্যবাদ। সমস্ত ক্রিকেটপ্রেমিক, ভক্ত এবং সমালোচকদের ধন্যবাদ, দলের প্রতি আপনার ভালবাসা এবং সমর্থনই আমাদের সকলের সামনে আসা বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করে।' 

রোহিত শর্মা এখন পর্যন্ত ৪৫টি টেস্ট, ২৩০টি ওয়ানডে এবং ১২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ে, তিনি একদিনের আন্তর্জাতিকে ৯২৮৩ রান, টেস্টে ৩১৩৭ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৩৩১৩ রান করেছেন। টেস্টে ৮টি, একদিনের আন্তর্জাতিকে ২৯টি এবং T20 আন্তর্জাতিকে ৪টি সেঞ্চুরি রয়েছে রোহিতের।

আরও পড়ুন: 'শাস্ত্রীর জন্যই আজ বিরাটের ফর্ম খারাপ,' মন্তব্য পাক ক্যাপ্টেনের:

পরের মাসের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। এই পঞ্চম ম্যাচে ভারতীয় দল ড্র বা জিতলে টেস্ট সিরিজ দখল করবে। গত বছর সিরিজের মাঝেই ভারতীয় দলের কিছু ক্রিকেটার কোভিড আক্রান্ত হওয়ায় সিরিজের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে আসে টিম ইন্ডিয়া (Team India)। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। তাই শেষ ম্যাচ জিততে পারলে বা অন্তত ড্র করতে পারলে সিরিজ পকেটে পুরে ফেলবেন রোহিত শর্মারা।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement