
বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত জেতার কাছাকাছি পৌঁছে গিয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এটিই ভারতের প্রথম দিন রাতের টেস্ট। বেঙ্গালুরু বিরাট কোহলির (Virat Kohli) আইপিএল (IPL) ফ্র্যাঞ্চেইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হোম গ্রাউন্ড। তাই এখানে বারবার বিরাট কোহলির নাম করে চিৎকার করতে শোনা যাচ্ছে দর্শকদের। মাঝে মধ্যেই আরসিবি-র জন্যও গলা ফাটাচ্ছেন তাঁরা। রবিবার ব্যাঙ্গালোর স্টেডিয়ামে দুটি শিশু একটি পোস্টার নিয়ে পৌঁছেছে, যাতে লেখা ছিল, 'রোহিত শর্মা আমার অধিনায়ক নন, বিরাট কোহলিকে আবার অধিনায়ক করুন।' এই ছবিটি তাঁর বাবা টুইটারে শেয়ার করেছেন। এই ছবি ভাইরাল হয়েছে।
কিন্তু এর পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়, যার উপর লোকেরা লিখেছিল যে রোহিত শর্মা দেশের অধিনায়ক, তাই তাকে নিয়ে এমন কথা বলা ঠিক নয়। কিছু লোক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রমাগত মাঠে প্রতিধ্বনিত স্লোগানে আপত্তি জানিয়ে ক্লাব ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রাখতে বলে।'
অনেকে এই ছবি নিয়ে মজাও করেছেন এবং লিখেছেন, 'আপনি দলে না থাকায় রোহিত আপনার অধিনায়ক নন।' যদিও কিছু ব্যবহারকারী উত্তর দিয়েছেন যে 'রোহিত দেশের ক্রিকেট দলের অধিনায়ক, সম্ভবত আপনার সন্তানদের নয়।'
উল্লেখযোগ্য ভাবে, বিরাট কোহলির দ্বিতীয় হোম গ্রাউন্ড ব্যাঙ্গালোর। কারণ আইপিএলে তিনি শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিন দিনের খেলায় এমন অনেক ঘটনা ঘটেছে যখন দর্শকদের বিরাট কোহলি, আরসিবি-র স্লোগান দিতে দেখা গেছে।
বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে, কিছু দর্শক নিরাপত্তার কর্ডন ভেঙে মাঠে প্রবেশ করেন এবং বিরাট কোহলির সঙ্গে সেলফিও তোলেন। বিরাট ভক্তদের সাথে একটি ছবির জন্য পোজ দেন এবং পরে নিরাপত্তা কর্মীদের ভক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে বলেন।