ট্রান্সফার মার্কেটে ফের চমক দিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। আই লিগের ক্লাব (I League) রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি (Roundglass Punjab FC) থেকে আরও এক ফরোওয়ার্ড সুমিত পাসিকে প্রায় পাকা করে ফেলল তারা। ভিপি সুহেরের পাশাপাশি সুমিতকে ভেবেই দল সাজাতে চাইছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। ভারতীয় দলের হয়ে আট ম্যাচে তিন গোল রয়েছে তাঁর। অ্যারোজ থেকে উঠে আসা এই সেন্ট্রাল ফরোওয়ার্ড খেলেছেন স্পোর্টিং ক্লাব ডি গোয়ার জার্সিতে। ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামসেদপুর এফসি-তে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আই লিগে ডিএসকে শিবাজিয়ান্স দলেও খেলেছেন তিনি।
চার মরশুম রাউন্ডগ্লাসে খেলছেন তিনি। ২২টি ম্যাচ খেলে ফেলেছেন মাত্র দুটি গোল করেছেন। তবে এই কয়েক বছরে সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। দলে বিদেশি স্ট্রাইকাররা থাকায়। স্ট্রাইকার ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন তিনি। লেফট ব্যাক বা রাইট ব্যাক খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
বৃহস্পতিবার সকালে কলকাতায় নেমেই দুপুরে অনুশীলন করাতে নেমে পড়েছিলেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। ফুটবলারদের সঙ্গে দৌড়াতেও দেখা গেল তাঁকে। তখন তাঁর বয়স যে ষাট ছুঁই ছুঁই তা কে বলবে? বল পায়ে খানিকক্ষণ জাগলিং করলেন। দীর্ঘ বিমান যাত্রার ধকল সামলে ক্লাব তাঁবুতে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুঙ্কার শোনা গেল কনস্ট্যান্টাইনের গলায়। পরিষ্কার বললেন, 'এখানে হারতে আসিনি।' শুধু তাই নয়, শুক্রবারও অনুশীলনে বেশ চনমনে স্টিফেন। শুভাশিস রায় চৌধুরিও যোগ দিলেন ইমামি ইস্টবেঙ্গল দলে। যদিও তাঁর নাম এখনও ঘোষণা করা হয়নি।
শুভাশিস ছাড়াও গোলরক্ষক হিসেবে ৩১ বছর বয়সী পবন কুমারকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। গত মরশুমে জামশেদপুরের দলে ছিলেন তিনি। লিগ শিল্ড জিতেছেন পবন। চেন্নাইয়িন এফসি-এর হয়ে দুইবার আইএসএল জিতেছেন তিনি। দলে রয়েছেন, ভিপি সুহেরের মত স্ট্রাইকার। সেন্ট্রাল মিডফিল্ড সামলানোর জন্য রয়েছেন গত মরশুমে আইএসএল জেতা সৌভিক চক্রবর্তী। উইঙ্গার হিসেবে নাওরেম মহেশ সিং দলে থাকছেন। আছেন গত মরশুমে লাল-হলুদে খেলা আঙ্গুসানা।