Advertisement

RR vs LSG IPL 2022: অশ্বিনের রিটায়ার্ড আউট নিয়ে মুখ খুললেন সাঙ্গাকারা, স্যামসন

রবিবার লখনউয়ের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। রাজস্থানের ইনিংসের ১৯ তম ওভারে অপরাজিত থাকা অভিজ্ঞ অলরাউন্ডারকে ড্রেসিংরুমে ডেকে নেওয়া হয় দলের পক্ষ থেকে। এরপরই শুরু হয় বিতর্ক। কেন অশ্বিনকে তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। আসরে নামে রাজস্থান রয়‍্যালস। সোমবার দলের পক্ষ থেকে অশ্বিন বিতর্ক নিয়ে ব‍্যাখ‍্যা দিলেন দলের কোচ কুমার সাঙ্গাকারা এবং অধিনায়ক সঞ্জু স্যামসং। 

রবিচন্দ্রন অশ্বিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2022,
  • अपडेटेड 6:48 PM IST
  • অশ্বিনই রিটায়ার্ড আউট হওয়া প্রথম ক্রিকেটার
  • অশ্বিনের প্রশংসায় সাঙ্গাকারা

রবিবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের ( Ravichandran Ashwin) রিটায়ার্ড আউট নিয়ে এবার আসরে নামল রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। কেন হঠাৎ অশ্বিনকে তুলে নেওয়া হল, তা নিয়ে সোমবার দলের পক্ষ থেকে তার ব্যাখ্যা দিলেন কোচ কুমার সাঙ্গাকারা এবং অধিনায়ক সঞ্জু স্যামসন। 

রবিবার লখনউয়ের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। রাজস্থানের ইনিংসের ১৯ তম ওভারে অপরাজিত থাকা অভিজ্ঞ অলরাউন্ডারকে ড্রেসিংরুমে ডেকে নেওয়া হয় দলের পক্ষ থেকে। এরপরই শুরু হয় বিতর্ক। কেন অশ্বিনকে তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। আসরে নামে রাজস্থান রয়‍্যালস। সোমবার দলের পক্ষ থেকে অশ্বিন বিতর্ক নিয়ে ব‍্যাখ‍্যা দিলেন দলের কোচ কুমার সাঙ্গাকারা এবং অধিনায়ক সঞ্জু স্যামসং। 

অশ্বিনকে তুলে নেওয়ার প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন," আমরা ঠিক এটা নিয়েই আলোচনা করছিলাম, তখনই দেখলাম অশ্বিন নিজেই মাঠের মধ্যে থেকে একই কথা বলছে। ও যে ভাবে পরিস্থিতি সামলেছে, সেটা অসাধারণ। কঠিন সময় ১০ ওভারে ব্যাট করতে নেমে দলের ১৯তম ওভার পর্যন্ত খেলে গিয়েছে। শেষে রিটায়ার্ড আউট হয়ে স্বার্থত্যাগ করে এসেছে। শুধু তাই নয়। মাঠে নেমে দুর্দান্ত বল হাতেও দারুণ করেছে। গোটা ব্যাপারটা অসাধারণ। এক কথায় অনবদ্য।" 

আরও পড়ুন: চাহালকে হেনস্থা, অভিযোগের আঙুল সাইমন্ডসের দিকেই

আরও পড়ুন: বাগানে ধাক্কা! ব্লু স্টারের বিরুদ্ধে অনিশ্চিত রয় কৃষ্ণা

দলের অধিনায়ক সঞ্জু স‍্যামসন বলেন," পুরোটাই দলের সিদ্ধান্ত। আমরা নতুন নতুন জিনিস আনার চেষ্টা করে গিয়েছি। এই বিশেষ পরিকল্পনা নিয়ে আমরা এবারের মরশুম শুরুর আগে থেকেই আলোচনা করেছিলাম। সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আমাদের সেই মত সিদ্ধান্ত নিতেই হবে। আর আমরা সেটাই করে চলেছি।"

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement